‘এই দলটাই চাচ্ছে দেশের জন্য ভালো কিছু করতে’

ফানাম নিউজ
  ০৪ জানুয়ারি ২০২২, ১৫:৪৩

পঞ্চপাণ্ডবেরা আর নেই। মাশরাফী বিন মোর্ত্তজা তো সেই কবে টেস্ট ছেড়েছেন, সাকিব আল হাসানও অনিয়মিত, তামিম ভুগছেন চোটে, মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় নিয়েছেন এই ফরম্যাট থেকে। টিকে আছেন কেবলই মুশফিকুর রহিম। সূত্র: আরটিভি

পুরনোদের বিদায়ে নতুনের আগমন ঘটতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেটে। ২০২২ সালে অনেকটা নতুন দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

মুমিনুল হকের নেতৃত্বে একঝাঁক তরুণ শাসন করছে নিউজিল্যান্ডকে। অথচ অভিজ্ঞরাও নিউজিল্যান্ডের মাটিতে দাঁড়াতে পারেনি মাথা তুলে।

এই নতুন দলটাই কিউইদের হারিয়ে দিয়ে ইতিহাস গড়ার অনেক কাছে দাঁড়িয়ে। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে কিউইরা টাইগারদের লিড দিয়েছে ১৭ রানের।

দিনের শেষ সেশনে পেসার এবাদত হোসেনের জোড়া আঘাতে দিশেহারা কিউইরা এখন পথ খুঁজছে ম্যাচ বাঁচানোর আর এবাদতরা অপেক্ষায় আছে রোমাঞ্চকর শেষ দিনের।

৪ উইকেট নেয়া এবাদত চতুর্থ দিন শেষে বলেছেন, “আমরা চেষ্টা করছি। আমাদের সতীর্থরা ও সাপোর্ট স্টাফরা সবাই খুব সাহায্য করেছে। নিউজিল্যান্ডে আমাদের আগের ম্যাচগুলোতে এতো ভালো করতে পারিনি। এই দলটাই চাচ্ছে নতুন কিছু দিতে, নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে, দেশের জন্য ভালো কিছু করতে। কিন্তু কাউকে না কাউকে তো ভালো কিছু দিতেই হবে। এই দলের চেষ্টাই এটা যে বিদেশের মাটিতে জেতা শুরু করব। আমরা চেষ্টা করব আগামীকাল যেন দেশকে জিতিয়ে আসতে পারি।”