সাকিবের বিষয়টি হয়তো আলাদা: মাশরাফি

ফানাম নিউজ
  ০৩ জানুয়ারি ২০২২, ১৭:২০

বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ নামে পরিচিত ৫ ক্রিকেটারকে মনে রাখবে ক্রীড়ামোদীরা।  দীর্ঘ সময় ধরে তারা জাতীয় দলে নৈপূন্য দেখিয়েছেন। সূত্র: যুগান্তর
 
ক্রিকেটকে এত কিছু দেওয়ার পরও তাদেরকে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। 

পঞ্চপাণ্ডবের চারজনেরই জাতীয় দল থেকে ছিটকে পড়ার রেকর্ড রয়েছে। একমাত্র অলরাউন্ডার সাকিব আল হাসানকে  ‘পঞ্চপাণ্ডব’দের মধ্যে আলাদা উদাহরণ হিসেবেই দেখছেন জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রোববার ঢাকায় হয়ে যাওয়া আইজিপি কাপ যুব কাবাডির ফাইনালে উপস্থিত ছিলেন মাশরাফি। 

সেখানে ‘পঞ্চপাণ্ডব’দের প্রসঙ্গ উঠলে জাতীয় দলের এ সাবেক অধিনায়ক সাংবাদিকদের বলেন,  ‘তামিমকে দেখেন, আমাকে দেখেন, সাকিব মেবি ডিফরেন্ট কেইস, মুশফিককে দেখেন, তারা কিন্তু আর্লি ক্যারিয়ারে বাদ পড়েছে। হয়তো তামিম পড়েনি, তবে আজকের তামিম ইকবাল ছিল না। সাকিব ছাড়া সবাই কষ্ট করে একটা পর্যায়ে এসেছে। তো এখন যেটা হয়, আসলেই সবাই পারফরম্যান্স চায়। আন্তর্জাতিক ক্রিকেট এত সহজ না যে আপনি এসেই পারফরম্যান্স করতে পারবেন বা হয়ে যাবে।’

বিপিএলে এবার দল পেয়েছেন মাশরাফি। খেলবেন ঢাকার হয়ে। একই রয়েছেন পঞ্চপাণ্ডবে দুই অন্যতম সদস্য তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।