শিরোনাম
মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ৭০ রান তুলতেই অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। টাইগার পেসার আর স্পিনারদের তোপে শেষ পর্যন্ত ৩২৮ রানে থেমে যায় কিউইরা। শরিফুল ইসলাম তিনটি, এবাদত হোসেন একটি, মেহেদী হাসান তিনটি ও মুমিনুল হক নেন দুটি উইকেট। সূত্র: আরটিিভি
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ৬৭ ওভার খেলেছে সফরকারী ব্যাটাররা। তবে অন্যান্য সফরের মতো এবার আর কিউই গতির কাছে দিশেহারা হতে হয়নি বাংলাদেশ দলের ব্যাটারদের। টিম সাউদি-ট্রেন্ট বোল্টদের সামনে লড়াই করেছে বুক চিতিয়ে।
ওপেনার সাদমান ইসলাম ৫৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন কট অ্যান্ড বোল্ড হয়ে নিল ওয়াগনারের বলে। এরপর লম্বা নাজমুল হোসেন শান্ত আর মাহমুদুল হাসান জয় মিলে ১০৪ (২৩৯) রানের জুটি গড়েন। তাতেই পাল্টে যায় দৃশ্য। দুজনেই তুলে নেন অর্ধশতক। শান্তকে ৬৪ (১০৯) রানে ফেরান ওয়াগনার।
দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৫ রান। জয় ৭০ (২১১) আর মুমিনুল অপরাজিত আছেন ৮ রানে।
কিউই ব্যাটারদের দ্রুত অল-আউট করে দিতে বেশ কার্যকর ছিলেন দুই স্পিনার মেহেদী হাসান ও মুমিনুল হক। অথচ, কিউইরা দলে নেয়নি কোনো স্পিনারকে। তবে বিরূপ কন্ডিশনেও কীভাবে উইকেট নিতে হয় সেটা দেখিয়েছেন মিরাজ, মুমিনুলরা।
দ্বিতীয় দিন শেষে মিরাজ বলেছেন, ‘এই কন্ডিশনে স্পিন বল করা কঠিন ছিল। আমি পুরোটা সময় ধৈর্য রাখতে চেয়েছি। ঠিক জায়গায় বল ফেলেছি। তিন রানের নিচে রাখতে চেয়েছি। এটাই হচ্ছে বিষয়।’ ‘আমাদের বোলাররা কাল ও আজ ভালো করেছে। ব্যাটাররাও খুব ভালো করছে। দ্বিতীয় উইকেট জুটিতে গুরুত্বপূর্ণ ছিল। বোলারদের মধ্যে শরিফুল টিউন সেট করে দিয়েছে। তিন উইকেট নিয়েছে। ওর উইকেটগুলো ক্রুশাল ছিল। জয় আর শান্তর জুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ যোগ করেন মিরাজ।
লম্বা সময় ধরে বাংলাদেশের টপ-অর্ডারের ব্যাটাররা নড়বড়ে। সবশেষ পাকিস্তান সিরিজেও বেশ বাজে পারফর্ম করেছিল টপ-অর্ডার। তবে নিউজিল্যান্ডে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। মাত্র এক টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে যাওয়া জয়ের ব্যাটে মুগ্ধ মিরাজ। শান্তর সঙ্গে জয়ের জুটিটা আত্মবিশ্বাস জোগাবে বলে করছেন এই অভিজ্ঞ অল-রাউন্ডার।
‘আমরা যখন প্রথমে শুরু করেছিলাম আমাদের ৫ উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ ছিল, সেটা পেরেছি। জয়-শান্তর জুটিটা আমাদের দলের জন্য খুব ভাল হয়েছে। দেখেন বেশ কিছুদিন ধরে আমাদের ওপর থেকে কোন জুটি হচ্ছিল না। এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস দিবে। এখনো আমাদের অনেক কিছু বাকি আছে। আমাদের প্রক্রিয়ার মধ্যে খেলতে হবে।’
জয়কে নিয়ে মিরাজ আরও বলেছেন, ‘জয় অনেক ভাল ব্যাট করেছে, ইতিবাচক ছিল। ও যে নতুন এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। ও খুব ভাল মানিয়ে নিয়েছে। আমরা জানি জয় খুব ভালো খেলোয়াড়। আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়। ওখানে ভালো খেলেছে, ঘরোয়াতে ভাল খেলে এসেছে জাতীয় দলে। ওর মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আছে। দলের জন্য ভাল হয়েছে, ওর নিজের ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে।’