শিরোনাম
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিক নিউজিল্যান্ডের ৫ উইকেট নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দিন শেষে ২৫৮ রান সংগ্রহ করতে পেরেছে নিউজিল্যান্ডের। সূত্র: আরটিভি
শনিবার (১ জানুয়ারি) মাউন্ট মঙ্গানুয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে শরিফুল ইসলামের করা বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম।
এরপর ডেভন কনওয়ে ও উইল ইয়ংয়ের দ্বিতীয় উইকেট জুটি দেখে মনে হয়েছিলো হয়তো সারাদিন ব্যাটিং করবেন তারা।বাংলাদেশের কোনো বোলারই তাদের এই জুটি ভাঙতে পারেনি। যদি শেষ পর্যন্ত সৌভাগ্যজনক রান আউটে ১৩৮ রানের জুটি ভাঙে, ৫২ রান করে সাজঘরে ফিরেন ডানহাতি ওপেনার ইয়ং।
পরের উইকেটে এবার অভিজ্ঞ ব্যাটার রস টেলরকে নিয়ে দলীয় স্কোর বাড়াতে থাকেন কনওয়ে। তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। তবে দলীয় ১৮৯ রানের মাথায় শরিফুলের বলে সাদমানের হাতে ক্যাচ তুলে ৩১ রান করে আউট হন টেলর।
এদিকে সেঞ্চুরি পূর্ণ করার পর খুব বেশি সময় ক্রিজে অবস্থান করতে পারেননি কনওয়ে। টাইগার অধিনায়ক মুমিনুল হকের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে করেন ১২২ রান।
এরপর দেখে-শোনে ব্যাট করে দিনশেষ করতে চেয়েছিলেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। কিন্তু এবাদত হোসেনের করা ৮৮তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১১ রানে বোল্ড আউট হন ব্লান্ডেল। ফলে শেষ পর্যন্ত ৩২ রানে অপরাজিত থাকেন হেনরি নিকোলস।