প্রথম টেস্টে একাদশ কেমন হবে, ইঙ্গিত দিলেন ডোমিঙ্গো

ফানাম নিউজ
  ৩১ ডিসেম্বর ২০২১, ১৩:১৮

নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই বিদেশিদের জন্য কঠিন জায়গা। এশিয়ার ক্রিকেটারদের জন্য তো আরও। বাংলাদেশের জন্য তাই একটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, বলাই বাহুল্য।

নিউজিল্যান্ডের মাটিতে কখনই কোনো ফরমেটে জিততে পারেনি টাইগাররা। এবার কি সেই আক্ষেপ ঘুচবে? মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

কেমন হবে টাইগারদের একাদশ? নিউজিল্যান্ড থেকে পাঠানো বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর এক ভিডিওবার্তায় কিছুটা ইঙ্গিত পাওয়া গেলো।

ডোমিঙ্গো বলেন, ‘এখনও উইকেট দেখিনি। উইকেট দেখার পর একাদশ নিয়ে সিদ্ধান্ত নিব। তবে আশা করছি ভালো উইকেটই পাব। তবে হয়তো পেস ও স্পিন দুটোকে গুরুত্ব দিয়েই একাদশ সাজাবো। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’

টাইগার কোচ মানছেন, নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করা কঠিন হবে। তিন পেসার এবং এক স্পিনার নিয়ে দল সাজানোর ইঙ্গিত দিয়ে রাখলেন ডোমিঙ্গো।

তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য তো একটু কঠিনই। বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিন নির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়তো ৩ পেসারের ওপর ভরসা রাখব। উইকেট দেখে নির্বাচকদের সাথে আলোচনা করব। তবে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ হবে। ৩ পেসার ও ১ স্পিনার থাকতে পারে।’