‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই দলের জন্য বড় ক্ষতি’

ফানাম নিউজ
  ৩১ ডিসেম্বর ২০২১, ১৩:১৬

তিনি ‘টু ইন ওয়ান’। সাকিব আল হাসান দলে থাকা মানেই একসঙ্গে দুজনের কাজ হয়ে যাওয়া। ব্যাটে কিংবা বলে-একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন, যেখানে ধুঁকেন বাংলাদেশি ব্যাটাররা, সেখানেও দুটি সেঞ্চুরি আছে সাকিবের। যার মধ্যে সর্বশেষটি আবার ২১৭ রানের, সর্বশেষ সফরেই (২০১৭ সালে ওয়েলিংটনে)।

শুধু ব্যাটিংয়ে নয়, বল হাতেও সর্বশেষ সফরটিতে উজ্জ্বল ছিলেন সাকিব। পেস সহায়ক উইকেটে দুই টেস্টে স্পিন ঘূর্ণিতে নিয়েছিলেন ৬ উইকেট।

সেই সাকিবই এবার ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ড সফর থেকে। এমনিতেই তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ নেই। এর মধ্যে সাকিবেরও সরে যাওয়া স্বাভাবিকভাবেই বড় ধাক্কা বাংলাদেশের জন্য।

দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো অকপটেই সেটা স্বীকার করে নিলেন। তার কথা, ‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই দলের জন্য বড় ক্ষতি। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, খুব সুন্দরভাবে দলটাকে ভারসাম্যপূর্ণ করে তোলে। টপ সিক্সে ব্যাট করতে পারে, বল হাতে উইকেট এনে দেয়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি। তবে তার অনুপস্থিতিকে তরুণরা কাজে লাগাতে পারে।’

টেস্টে এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে বাংলাদেশ। যদিও ডোমিঙ্গোর দাবি, এই ফরমেটে দল হিসেবে উন্নতি করছে টাইগাররা। তরুণদের জন্য এই সিরিজটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।

ডোমিঙ্গোর ভাষায়, ‘গত কয়েক মাস ধরেই আসলে কঠিন সময় যাচ্ছে। টেস্ট দল হিসেবে আমরা উন্নতি করছি। হয়তো ফলাফল সেটা বলছে না। কিন্তু আমরা এখন ভালো টেস্ট খেলছি। আমাদের ২-১ জন সেরা খেলোয়াড় দলে নেই। তবে তাদের জায়গায় তরুণরা এসেছে। নিউজিল্যান্ড খুব বেশি খেলার অভিজ্ঞতা তাদের নেই। নিউজিল্যান্ডে আমাদের রেকর্ড ভালো নয়। তরুণদের জন্য এটা ভালো সুযোগ।’