মেসি না রোনালদো- ২০২১ সালে কে এগিয়ে?

ফানাম নিউজ
  ৩১ ডিসেম্বর ২০২১, ১০:৩৭

দেখতে দেখতে প্রায় শেষ হয়ে গেলো ২০২১ সাল। বিশ্ব ফুটবলে অনেক চড়াই-উৎরাইয়ের দেখা মিলেছে এ বছর। বিশেষ করে ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব বদলের খবর নাড়িয়ে দিয়েছিল গোটা ফুটবল বিশ্বকে।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্কের ইতি টেনে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। তার চির প্রতিদ্বন্দ্বী রোনালদো দীর্ঘ ১২ বছর পর ফিরেছেন ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।

২০২১ সালটি মিশ্রভাবে কেটেছে মেসির জন্য। বার্সেলোনার হয়ে একক পারফরম্যান্সে বরাবরের মতো উজ্জ্বল ছিলেন তিনি। দলীয় সাফল্যে জিতেছেন কোপা দেল রে শিরোপা। তবে পিএসজিতে নাম লিখিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১২ ম্যাচ খেলে মাত্র একটি গোল করতে পেরেছেন তিনি।

অবশ্য উয়েফা চ্যাম্পিয়নস লিগে পাঁচটি গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে কোপা আমেরিকা শিরোপা জিতেছেন মেসি। সেই আসরে সর্বোচ্চ গোল ও এসিস্ট ছিল মেসির। এর বাইরে ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি অরও জিতেছেন তিনি।

অন্যদিকে রোনালদোর জন্যও ঘটনাবহুল ছিল বছরটি। তিনি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে জিতেছেন কোপা ইতালিয়ানা ও ইতালিয়ান সুপার কাপ শিরোপা। তবে ব্যর্থ হয়েছে লিগ শিরোপা জিততে। এর বাইরে উয়েফা ইউরো কাপেও শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল।

পরে সেপ্টেম্বরে দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান রোনালদো। পুরোনো ক্লাবের হয়ে এরই মধ্যে গোলের পসরা সাজিয়েছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে আলি দাই'কে ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন তিনি।

একনজরে দেখে নেওয়া যাক ২০২১ সালে মেসি-রোনালদোর পরিসংখ্যান

আন্তর্জাতিক ফুটবল
মেসি - ১৬ ম্যাচে ৯ গোল, ৫ এসিস্ট, কোপা আমেরিকা জয়
রোনালদো - ১৪ ম্যাচে ১৩ গোল, ১ এসিস্ট, শিরোপা নেই

ক্লাব ফুটবল
রোনালদো - ৫০ ম্যাচে ৩৩ গোল, ৫ এসিস্ট, শিরোপা ২টি
মেসি - ৪৫ ম্যাচে ৩৪ গোল, ১৩ এসিস্ট, শিরোপা ১টি