শিরোনাম
করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে ৪৬তম স্থানে থাকা ফরাসি খেলোয়াড় বেনোইত পেইর। আর সেই কারণে আইসোলেশনে রয়েছেন তিনি। আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে মেলবোর্নে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল তাঁর।
ইনস্টাগ্রামে বুধবার (২৯ ডিসেম্বর) একটি পোস্ট করেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। তিনি ওই পোস্টে দাবি করেছেন, ২৫০ বার তিনি করোনা পজিটিভ হয়েছেন।
পোস্টে তিনি যা লিখেছেন, ‘আমার নাম বেনোইত পেইর। ২৫০তম বারের মতো আমি কোভিড পজিটিভ হয়েছি। সত্যি বলতে কোভিডের সঙ্গে আর পারছি না। কেমন আছি? কোভিডের কারণে নাক থেকে পানি পড়ছে। পৃথিবীর নানা জায়গার হোটেলে কোয়ারেন্টিন করতে করতে আমি আর ভালো নেই। গত বছর খুব কঠিন ছিল। এ বছর ঠিক একইভাবে আবার শুরু হলো!’
এদিকে পেইরে টিকার বিষয়ে জানিয়েছেন, টিকা নেওয়ার পক্ষে শতভাগ অবস্থান তাঁর। সাথে তিনি লিখেছেন, কোভিডের আগে পরিস্থিতি যেমন ছিল আসুন সেভাবে জীবন শুরু করি। তা ছাড়া এসবের কোনো মানে নেই।”
২০২০ ইউএস ওপেনের আগে কোভিড পজিটিভ হন পেইর। এরপর হামবুর্গে এটিপি টুর্নামেন্টের দুই সপ্তাহ আগে আবারও পজিটিভ হন। এ মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে কঠোর কোয়ারেন্টিনে থাকা খেলোয়াড়দের একজন পেইর।