শিরোনাম
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। জানুয়ারির ২১ তারিখ থেকে ৩টি ভেন্যুতে শুরু হবে এবারের আসর। এই আসরকে সামনে রেখে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট পর্ব। সূত্র: আরটিভি
দেশি-বিদেশি মিলে ড্রাফটে দল পেয়েছে মোট ১০৫ জন ক্রিকেটার। এ ছাড়া ড্রাফটের বাইরে ডিরেক্ট সাইনিং থেকে ৬ দল ৩ জন করে বিদেশি এবং ১ জন করে স্থানীয় ক্রিকেটার ভিড়িয়েছে দলে।
প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি খরচ করেছে মোটা অঙ্কের অর্থ। যেখানে এগিয়ে ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে মোট ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা। ৭০ লাখ টাকার ‘এ’ ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানকে আগেই ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া তিন বিদেশি ক্রিকেটার মুজিব-উর-রহমান (আফগানিস্তান), দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা) ও ক্রিস গেইলকে (ওয়েস্ট ইন্ডিজ) নেয় ডিরেক্ট সানিংয়ে। বরিশাল মোট ১৯জন ক্রিকেটারকে নিয়েছে এ পর্যন্ত।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল সাজানোর ক্ষেত্রে বেশ হিসেবি থাকলেও দুর্দান্ত সব খেলোয়াড়দের ভিড়িয়েছে। তারা খরচ করেছে ৪ কোটি ২৬ লাখ টাকা। ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছে ৭০ লাখ টাকার ‘এ’ ক্যাটাগরিতে থাকা মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড) ও সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)। কুমিল্লা ১৯ খেলোয়াড়কে নিয়েছে দলে।
প্লেয়ার্স ড্রাফটের আগের রাতে ঢাকা দলের ফ্র্যাঞ্চাইজি বাতিল হোলে শেষ পর্যন্ত বিসিবি দল পরিচালনার ভার নেয়। নিলামে অংশ নেন নির্বাচক হাবিবুল বাশার, শাহারিয়ার নাফিস ও ডিরেক্ট সাইনিংয়ে দলে নেয়া মাহমুদউল্লাহ রিয়াদ। দলটা বাজিমাৎ করে ৭০ লাখ টাকার ‘এ’ ক্যাটাগরিতে থাকা মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবালকে দলে নিয়ে। মোট খরচ হয়েছে ৪ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। দলটি মোট খেলোয়াড় নিয়েছে ১৮ জন।
খরচের দিক থেকে সিলেট সানরাইজার্স রয়েছে চার নম্বরে। তারা ২০জন খেলোয়াড় দলে ভেড়াতে তাদের খরচ হয়েছে ৩ জোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খরচ করেছে ৩ কোটি ৬০ লাখ টাকা। তারা দলে নিয়েছে ১৬ ক্রিকেটারকে। সবশেষ খুলনা টাইগার্স খরচ করেছে ২ কোটি ৮২ লাখ টাকা। তারা দলে নিয়েছে ১৫ ক্রিকেটারকে।
দেশি-বিদেশি মিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া তথ্যমতে ৬টি ফ্র্যাঞ্চাইজি মোট খরচ করেছে ২২ কোটি ২৭ লাখ টাকা।