শিরোনাম
রাত পোহালেই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২'র প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার দুপুর ১২টায় শুরু হবে বিপিএলের দলগুলোর খেলোয়াড় সংগ্রহের প্রক্রিয়া। তার আগে রোববার রাতে প্রকাশ করা হলো ড্রাফটের নিয়মাবলী।
যেখানে বলা হয়েছে, প্রতি চারজন দেশি খেলোয়াড়ের পর দুইজন করে বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে দলগুলো। সবমিলিয়ে নিজেদের স্কোয়াডে সর্বোচ্চ ১৪ জন দেশি ও ৮ জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে তারা। এ নিয়ম মেনেই সোমবার ড্রাফটে বসবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ড্রাফটের টেবিলে ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষে সর্বোচ্চ ৬ জন বসতে পারবেন। এ ছয়জনই সিদ্ধান্ত নেবেন প্লেয়ার্স ড্রাফট তালিকা থেকে কোন কোন খেলোয়াড়কে দলে ভেড়াবেন তারা। পুরো ড্রাফট তদারকির দায়িত্বে ড্রাফট কমিশনার হিসেবে থাকবেন বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান।
বেসরকারি দুই টেলিভিশন চ্যালেন জি টিভি ও টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে এই প্লেয়ার্স ড্রাফট। এছাড়া বিসিবির ফেসবুক পেজেও লাইভ থাকবে এটি।
প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে একজন করে দেশি ও তিনজন করে বিদেশি খেলোয়াড় অটো চয়েজ হিসেবে নিতে পারবে দলগুলো। এরই মধ্যে কুমিল্লায় মোস্তাফিজুর রহমান, সিলেটে তাসকিন আহমেদ, খুলনায় মুশফিকুর রহিম, চট্টগ্রামে নাসুম আহমেদ ও বরিশালে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।
এই ড্রাফটে দেশি ও বিদেশি খেলোয়াড়দের জন্য থাকছে ভিন্ন ভিন্ন সেট। প্রথমে দুই সেট তথা চার রাউন্ড চলবে দেশি খেলোয়াড়দের ড্রাফট। এরপর এক সেট তথা দুই রাউন্ড হবে বিদেশি খেলোয়াড়দের ড্রাফট। প্রতি রাউন্ড থেকে একজন করে খেলোয়াড় দলে নেওয়া যাবে।
কোন সেটে কোন দল আগে ডাকার সুযোগ পাবে সেটি নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। তবে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই ব্যবস্থা করা হয়েছে প্রতি সেটে দুইটি করে রাউন্ডের। কোনো সেটের প্রথম রাউন্ডে যে দল প্রথম ডাকের সুযোগ পাবে, তারা দ্বিতীয় রাউন্ডে ডাকবে সবার শেষে।
একইভাবে প্রথম রাউন্ডে শেষ ডাক পাওয়া দলকে দ্বিতীয় রাউন্ডে দেওয়া হবে প্রথম ডাকের সুযোগ। এ নিয়মে প্রতি দুই সেট তথা চারজন করে দেশি খেলোয়াড়ের পর আসবে এক সেট তথা দুজন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার ডাক। সব দলের কাছে ড্রাফটে থাকা খেলোয়াড়দের ক্যাটাগরি, বিশেষত্ব ও কত ম্যাচ খেলতে পারবে তা দিয়ে দেওয়া হবে।