ভলিবলে নেপালকে পাত্তাই দেয়নি বাংলাদেশ

ফানাম নিউজ
  ২৪ ডিসেম্বর ২০২১, ০২:২২

বাংলাদেশ পুরুষ ভলিবল দলের সহজ জয় দিয়ে বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস এবং বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ। উদ্বোধনী দিনে বাংলাদেশ পুরুষ ভলিবল দল ৩-০ সেটে হারিয়েছে নেপালকে এবং নারী দল ০-৩ সেটে হেরেছে কিরগিজস্তানের কাছে।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউনুস, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ভলিবল এশিয়ান সেন্ট্রাল জোনের সভাপতি মোঃ লতিফ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৫টি ও মেয়েদের বিভাগে ৬টি দল অংশগ্রহণ করছে। পুরুষ বিভাগের দল-উজবেকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ। মেয়েদের বিভাগের দল-নেপাল, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, উজবেকিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

উদ্বোধনী দিনের অন্যান্য খেলায় উজবেকিস্তান ৩-০ সেটে মালদ্বীপকে, নেপাল ৩-২ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে।