বাংলাদেশের বিপক্ষে দলে নেই ১০ উইকেট নেওয়া এজাজ

ফানাম নিউজ
  ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:৫৯

নতুন বছরের প্রথম দিনেই কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে টাইগাররা এখন নিউজিল্যান্ডে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় চমক দিয়েছে কিউই নির্বাচকরা। নিজেদের সর্বশেষ টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়া এজাজ প্যাটেলকে দলে না রেখে। সূত্র: আরটিভি

দুই ম্যাচ সিরিজের জন্য ঘোষিত ১৩ দলে রাখা হয়নি বিশেষজ্ঞ কোনো স্পিনারও। ধরাই যাচ্ছে বাংলাদেশকে গতি দিয়ে কাবু করতে চায় কিউইরা। দলে নেই নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। চোটের কারণে তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। কেইনের বদলে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

দলে ফিরেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে আউট হয়ে মেজাজ হারিয়ে ব্যাটে ঘুষি মেরে হাতে আঘাত পাওয়া ডেভন কনওয়ে। খেলবেন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও।

এজাজকে দলে না রাখার ব্যাপারে কোচ গ্যারি স্ট্যাড বলেছেন, “যখন যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে খেলানোর জন্য নির্বাচন নীতি প্রয়োগ করি। আমরা দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে যেভাবে খেলার পরিকল্পনা করেছি, সেভাবেই খেলোয়াড় নির্বাচন করেছি।”

স্পিনার না থাকলেও দলে রয়েছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার ও কাইল জেমিসনের মতো গতি তারকারা। দলে রাখা হয়েছে আরেক পেসার ম্যাট হেনরিকেও।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড :

টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রস টেইলর, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাউন্ট মঙ্গানুইতে ১ জানুয়ারি। দ্বিতীয় টেস্ট ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে।