শিরোনাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুসকে বুধবার বেশ কয়েকবার বলতে শোনা গেল, প্রতিবারই খেলার আগে এমন হয়, শেষে সব ঠিক হয়ে যায়। গতকাল বুধবার পর্যন্তও দেশের গণমাধ্যম বা সমর্থকরা জানতো না বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ কোন চ্যানেলে দেখা যাবে। সূত্র: আরটিভি
বিকেলে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন সভা শেষে সংবাদ সম্মেলনেও স্পষ্ট করে বলতে পারেননি দুই ম্যাচের টেস্ট সিরিজটি কোন চ্যানেলে সম্প্রচার করবে।
নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলন শেষে বিপিএল গভর্নিং কমিটির সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এ নিয়ে তিনি বলেন, ‘আমি মাত্র নিশ্চিত হলাম। বাংলাদেশের দুটি চ্যানেলে খেলাগুলো দেখা যাবে। সেগুলো হলো টি-স্পোর্টস ও গাজী টিভি। শুরুতে একটু সমস্যা ছিল, তবে আমাদের জানানো হয়েছিল খেলা দেখা যাবে। তাই হচ্ছে।’
এর আগে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ সম্প্রচার করেনি অস্ট্রেলিয়ার কোনো চ্যানেল। ওই সিরিজের সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি দেশটির কোনো চ্যানেল।
তেমনই নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে দেশটির কোনো টিভি চ্যানেল সম্প্রচারের আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত সেই শঙ্কা উড়ে গেল।
আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে।