অ্যাশেজে বাংলাদেশের বিপক্ষের সেই স্মৃতি মনে করালেন লাবুশেন

ফানাম নিউজ
  ১৭ ডিসেম্বর ২০২১, ২১:৩১

খেলা মাঠে গড়ানোর আগে কোভিড-ইস্যুতে ম্যাচ থেকে ছিটকে পড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 

ইংল্যান্ড পাঁচজন পেসার নিয়ে সারা দিন মাথা খাটিয়েও মাত্র দুটি উইকেট পায়। ১৭২ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেন। 

আশা ছিল দুজনেই সেঞ্চুরি পাবেন। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে ৫ রান দূরে থাকতে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত হন ওয়ার্নার।

তবে লাবুশেন ঠিকই সেঞ্চুরি পেলেন। আগের দিন ৯৫ রানে অপরাজিত ছিলেন। পর দিন (আজ) জেমস অ্যান্ডারসনের বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

২০ টেস্টের ক্যারিয়ারে পেয়ে গেলেন ষষ্ঠ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম। 

সেঞ্চুরি পেতে ২৮৭ বল মোকাবিলা করেছেন লাবুশেন। 

এতে ২০০৬ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে জেসন গিলেস্পির সেঞ্চুরিটা মনে পড়ে গেল অনেকের।

কারণ গিলেস্পি সেঞ্চুরি পেয়েছিলেন ২৯৬ বল খেলে। গিলেস্পির সেই সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার হয়ে এত বেশি বল খেলে সেঞ্চুরি করার রেকর্ড আর কারও নেই।

গিলেস্পির  সেই স্মৃতিই আজ অ্যাডিলেডে ফিরে আনলেন মারনাস লাবুশেন।