ম্যারাডোনা কাপে বার্সেলোনাকে হারিয়ে দিলো বোকা

ফানাম নিউজ
  ১৫ ডিসেম্বর ২০২১, ১১:৩৭

মঙ্গলবার রাতে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মরণে বিশেষ ম্যাচ খেলেছে তার দুই সাবেক ক্লাব বার্সেলোনা ও বোকা জুনিয়র্স। ম্যারাডোনা কাপ নাম দেওয়া এই ম্যাচে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স।

সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে খেলা ম্যাচটিতে প্রায় সমানে সমান লড়েছে দুই দল। তবে নির্ধারিত সময়ে খেলা থাকে অমীমাংসিত, দুই দলই করে একটি করে গোল। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ম্যারাডোনা কাপের ম্যাচটি জিতে নিয়েছে আর্জেন্টিনার দলটি।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। আক্রমণাত্মক শুরু করে ডি-বক্সের বাইরে থেকেই গোলের প্রচেষ্টা চালায় বার্সেলোনা। মেলেনি সফলতা। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫০ মিনিটের সময় প্রথম গোলটি করেন ফেররান ব্লাঙ্ক। দানি আলভেসের ক্রস থেকে ফিলিপ কৌতিনহোর গায়ে লেগে বল পান তিনি।

তবে এই এক গোল যথেষ্ঠ ছিল না বার্সেলোনার জন্য। ম্যাচের ৭৭ মিনিটের সময় ফাব্রার নিচু ক্রসে খুব কাছ থেকে বোকাকে সমতায় ফেরান এজুকুয়েল জেবায়োস। বাকি সময় আর কোনো গোল হয়নি, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম শট নেয় বোকা।

আর্জেন্টাইন ক্লাবটির হয়ে জালে বল প্রবেশ করাতে ভুল হয়নি মার্কোস রোহো, কার্লোস ইজকুইরদোস, ক্রিশ্চিয়ান প্যাভন ও আরন মোলিনাসের। তবে বার্সার হয়ে লক্ষ্যভেদ করতে পারেননি ম্যাথুইস পেরেরা ও গুইলেম জেইম। ফলে দানি আলভেজ ও ফেররান ব্লাঙ্কের গোল বিফলেই যায়।