শিরোনাম
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের গ্রুপপর্বে ভারত, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠে পাকিস্তান। কিন্তু সেমিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় বাবর আজমরা।
বিশ্বকাপ মিশন শেষ করেই সোজা বাংলাদেশ সফরে চলে আসে পাকিস্তান ক্রিকেট দল। ঢাকা সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করে পাকিস্তান। এরপর দুই টেস্টের সিরিজেও বাংলাদেশ দলকে মগজধোলাই করে বাবর আজমরা।
বিশ্বকাপ ও বাংলাদেশ সফরে সাফল্যের রহস্য জানাতে গিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, আমাদের কোচ সাকলায়েন মুশতাক সব সময় আমাদের পাশে থাকেন। তিনি আমাদের সঙ্গে বসেন ও পরিকল্পনা নিয়ে আলাপ করেন। সাকলায়েন খেলোয়াড়দের বলেন, পাকিস্তানকে সবার আগে প্রাধান্য দিতে। কারণ আমরা ২২ কোটি মানুষের জন্য খেলি। তাদের আনন্দ দেওয়া আমাদের দায়িত্ব।
বাবর আজম আরও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে পারফরম্যান্স করেছি সেই ধারাবাহিকতা অব্যাহত রাখেত চাই। অনেকেই বলছেন, তাদের দলে বড় নাম নেই। কিন্তু আমরা তাদের হালকাভাবে নিতে চাই না।
এর আগে পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান বলেছেন, খেলোয়াড়রা বাবরের জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত।
এ ব্যাপারে বাবর আজম বলেন, অধিনায়ক হিসেবে সতীর্থরা যখন পারফর্ম করতে পারে না তখন তাদের অনুপ্রাণিত করতে আপনাকে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আমার খেলোয়াড়রা কথা শুনে এবং তারা দায়িত্ব নিয়ে খেলে।