শিরোনাম
প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেয়ে গেছেন জাতীয় দল থেকে বাদ পড়া মোহাম্মদ মিঠুন। বহুল সমালোচিত এই ক্রিকেটার আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ১৪৫ বলে শতক স্পর্শ করেন। মজার ব্যাপার হলো, এই প্রথম লংগার ভার্সনে ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি পেলেন ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলা মিঠুন। গত জুলাইয়ে তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন। এরপর কেন্দ্রীয় চুক্তি থেকেও মিঠুনকে বাদ দেওয়া হয়।
বাজে পারফর্মেন্স আর চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনায় জাতীয় দলে ফেরা মিঠুনের জন্য কঠিন হয়ে গেছে। এজন্য ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্সের বিকল্প নেই। খোঁজ নিয়ে জানা গেছে, মিঠুনকে ফর্মে ফেরাতে জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোই নাকি ওপেনিংয়ে নামার পরামর্শ দেন। এ ব্যাপারে এবারের বিসিএলে মিঠুনের দল ওয়ালটন মধ্যাঞ্চলের কোচ জাফরুল এহসানের সঙ্গেও কথা বলেছেন ডমিঙ্গো। উল্লেখ্য, এর আগে জাতীয় দলেও ওপেনার হিসেবে ডমিঙ্গোর ভাবনায় ছিলেন মিঠুন।
এবার ঘরোয়া ক্রিকেটে ওপেনিংয়ে নেমেই মিঠুন বাজিমাত করেছেন। ৪৩ রানে অপরাজিত থেকে আজ দিন শুরু করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি স্পর্শ করে ফেলেন। অবশ্য ৩০ বছর বয়সী এই ব্যাটার এবারের জাতীয় ক্রিকেট লিগে ৬ ম্যাচে ১২ ইনিংসে একটাও ফিফটি করতে পারেননি! ওপেনিংয়ে নেমেই যেন তিনি বদলে গেলেন। ঘরোয়া ক্রিকেটে মিঠুনকে নিয়মিত ওপেনিংয়ে নামানোর ব্যাপারেও নাকি ভাবা হচ্ছে।