উইকেটও পেলেন বাবর আজম

ফানাম নিউজ
  ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩১

ঢাকা টেস্ট দিয়ে বোলারের খাতায় নাম লিখিয়ে নিলেন বাবর আজম। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বল হাতে তুলে নেন পাকিস্তানের অধিনায়ক।

ব্যাট হাতে দুনিয়া কাঁপালেও বল হাতে তাকে দেখা যায়নি আন্তর্জাতিক ক্রিকেটে। চতুর্থ দিনে এক ওভার বল করে সাকিবকেও ফাঁদে ফেলতে বসেছিলেন এলবিডব্লুর।

ওভারের পঞ্চম বলে সাকিব আল হাসান স্লিপে ক্যাচ তুলে দিলেও ফাঁকা জায়গা দিয়ে বল চলে যায়। না হলে সাকিবের উইকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে অভিষেকটাও হতো দুর্দান্ত।

তবে বেশি ধৈর্য ধরতে হয়নি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যখন ম্যাচ বাঁচাতে মরিয়া তখনই বল হাতে তুলে নেন বাবর। সাকিব-মিরাজের ৫১ রানের জুটি ভেঙে দেন বাবর।

ইনিংসে নিজের প্রথম ওভার করতে এসে এলবিডব্লু করে ফেরান মিরাজকে। মিরাজ রিভিউ নিলেও বাঁচতে পারেননি। ৭০ বলে ১৪ রান ফিরেছেন সাজঘরে।

প্রথম শ্রেণি, লিস্ট 'এ' ও ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করেছেন বাবর। তিন ফরম্যাট মিলে উইকেটও নেন ২১টি।