ঢাকা টেস্টে সাজিদ খানের রেকর্ড

ফানাম নিউজ
  ০৮ ডিসেম্বর ২০২১, ১১:৩৫

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খান, নিয়েছেন ৮ উইকেট। এতে তিনি স্থান পেয়েছেন পাকিস্তানের হয়ে সম্মানজনক একটি রেকর্ডবুকে।

৮ উইকেট নিয়ে সাজিদ খান জায়গা করে নিয়েছেন পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বোলারদের পাশে।

এক ইনিংসে পাকিস্তানি বোলারদের বেস্ট বোলিং ফিগারের তালিকায় সাজিদের অবস্থান এখন চার নম্বরে।

এ তালিকায় শীর্ষে রয়েছেন আব্দুল কাদির। ৫৬ রান দিয়ে তিনি নিয়েছিলেন ৯ উইকেট।  এর পর রয়েছেন সরফরাজ নেওয়াজ। তারও শিকার ৯ উইকেট। তবে তিনি রান দিয়েছিলেন ৮৬। 

এর পর রয়েছেন ইয়াসির শাহ। তার শিকার ৮ উইকেট।  এ উইকেট শিকার তাকে খরচ করতে হয়েছিল ৪১ রান।  

৪২ রান খরচে ৮ উইকেট শিকার করা সাজিদ খান রয়েছেন চার নম্বরে।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এক ইনিংসে ৮ উইকেট নেওয়া সাজিদ খান এখন বাংলাদেশের বিরুদ্ধে সেরা বোলিং ফিগারের মালিক।

ঢাকা টেস্টের প্রথম তিন দিনই ছিল বৃষ্টি।  প্রথম দিন খেলা বন্ধ হওয়ার পর বল মাঠে গড়ায় চতুর্থ দিন। মঙ্গলবার চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৩০০/৪ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। 

জবাবে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। সাজিদের ঘূর্ণিতে ৮৭ রানের বেশি করা হয়নি মুমিনুল হকের দলের।