শিরোনাম
অবশেষে রেহাই মিললো বৃষ্টির হাত হেকে। পরিবেশ-পরিস্থিতি অনুকূলে আসায় নির্ধারণ করা গেলো খেলা শুরুর সময়। বৃষ্টির কারণে তৃতীয় দিন হয়নি একটি বলও। তবে আজ (মঙ্গলবার) সকাল ১০টা ৫০ মিনিট থেকে শুরু হবে চতুর্থ দিনের খেলা।
আগের তিন দিনে হারিয়ে ফেলা ওভারের ঘাটতি পুষিয়ে নিতে আজকের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ৩০ মিনিটে। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে যথাসময়ে খেলা শুরু সম্ভব হয়নি।
প্রায় ৮০ মিনিট বিলম্বে শুরু হবে আজকের খেলা। সবকিছু ঠিক থাকলে ৮৬ ওভার বোলিং করা হবে আজ। যা নির্ধারিত ৯৮ ওভারের চেয়ে ১২ ওভার কম।
ম্যাচের প্রথমদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। সেদিন তারা ৫৭ ওভার খেলে করে ২ উইকেটে ১৬১ রান। পরে দ্বিতীয় ৬.২ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে যোগ করে আরও ২৭ রান। অধিনায়ক বাবর আজম ৭১ ও অভিজ্ঞ আজহার আলি অপরাজিত রয়েছেন ৫২ রান।