আফগানিস্তানে আইপিএল সম্প্রচারে ‘নিষেধাজ্ঞা জারি’ তালেবানের

ফানাম নিউজ
  ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩১

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। বিশ্বের একাধিক দেশে টিভিতে সম্প্রচারিত হচ্ছে কোটি টাকার এই টুর্নামেন্ট। কিন্তু এসবের মধ্যেই এবার আফগানিস্তানে আইপিএল সম্প্রচারের উপর তালেবান নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ উঠেছে। 

আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার মুহাম্মদ ইব্রাহিম মোমান্দ সোমবার এক টুইটার পোস্টে এ খবর জানিয়েছেন।

ওই পোস্ট তিনি লিখেছেন, আইপিএলের ম্যাচ চলাকালে চিয়ারলিডারদের নাচ ও হিজাব ছাড়া নারীদের প্রদর্শনের মতো ইসলামবিরোধী কার্যক্রম প্রচারিত হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। 

তবে এ ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের শুরুতে নির্ধারিত দিনেই শুরু হয়েছিল আইপিএল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়ি মাঝপথেই স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে আইপিএলের দ্বিতীয় পর্ব। 

https://twitter.com/IbrahimReporter/status/1439629807134904326?