দলে থাকলেও নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত সাকিব

ফানাম নিউজ
  ০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৪৬

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে তখন। খেলা শেষ হবার পরই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। সূত্র: আরটিভি

প্রায় এক ঘণ্টার সংবাদ সম্মেলন শেষ হতে না হতেই দেয়া হয় আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল। যে দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকেও। অথচ এই সফরে সাকিবের না থাকা নিয়ে ছিল গুঞ্জন।

নিউজিল্যান্ড সফরে সাকিব যাবেন না এমন কথা নাকি বোর্ড প্রধানকেও জানিয়েছিলেন, তবে সেটি অনানুষ্ঠানিক। সংবাদ সম্মেলনে সাকিবের না যাওয়ার ইস্যু টেনে নাজমুল হাসান বলেন, সাকিব যদি নিউজিল্যান্ড সফরে না যায় সেটি আনুষ্ঠানিক ভাবে জানাতে হবে।

“আনুষ্ঠানিকভাবে সে কিছু বলেনি, অনানুষ্ঠানিক ভাবে আমাকে খবর দিয়েছে (নিউজিল্যান্ড না যাওয়ার ব্যাপারে)। আমি বলেছি না আনুষ্ঠানিকভাবে জানাতে হবে, তারপরে দেখব।”

চলতি বছরের মাঝামাঝিতে খেলোয়াড়দের সঙ্গে যে চুক্তিটি হয়েছিল বোর্ডের, সেখানে সাকিব তিন ফরম্যাটে খেলবেন বলেই চুক্তিসই করেছিলেন। এখন সাকিব আল হাসান চোট সমস্যা ছাড়া কেন খেলবেন না তার কারণ দেখাতে হবে বলেও জানান বোর্ড প্রধান।

নাজমুল হাসান বলেছেন, “দেখি কি ব্যাখ্যা, কারণ তো একটা দিতে হবে।”

সাকিব অনানুষ্ঠানিক ভাবে না যাবার কথা জানালেও বোর্ড প্রধান আশা করছেন, সাকিব তার সিদ্ধান্ত বদলাবেন। কেন না দলের অন্যতম সদস্য যে সাকিব সেটা বলার অপেক্ষা রাখে না।

“সাকিব থাকলে হয় ব্যাটিং বা বোলিং অবদান রাখতে পারত। দলের ভারসাম্য থাকত। আর সাকিবের তো বিকল্প নেই এটা সব সময় বলে এসেছি আপনাদের। এই মুহূর্তে তার বিকল্প নাই।”

আগামী ১ জানুয়ারি বে-ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে হ্যাগলি ওভালে ৯ জানুয়ারি থেকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ দল।