শিরোনাম
ঢাকা টেস্টের প্রথম দিন শেষ হলো আলোক স্বল্পতায়। খেলা হয়েছে মাত্র ৫৭ ওভার। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সফরে এটিই তার প্রথম টস জয়।
বাংলাদেশ দলে অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। দলে ফিরেন সাকিব আল হাসান এবং দুই বছর পর প্রত্যাবর্তন হয় পেসার খালিদ আহমেদের।
ব্যাট করতে নেমে দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের ব্যাটে শুরুটা দুর্দান্ত হয় পাকিস্তানের। দুজনে থিতু হয়ে যান চট্টগ্রাম টেস্টের মতোই। তবে সফরকারীদের ওপেনিং জুটিতে আঘাত হানেন চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট পাওয়া তাইজুল ইসলাম। ১৮.৩ ওভারের সময় দলীয় ৫৯ রানের মাথায় শফিককে ২৫ (৫০) রানে বোল্ড করে ফেরান সাজঘরে।
২৫তম ওভারের শেষ বলে আবারও সেই তাইজুল এনে দেন স্বস্তি। প্রথম টেস্টে ১৩৩ আর ৯১ রানের ইনিংস খেলা আবিদ আলীকে ৩৯ (৮১) রানে বোল্ড করে ফেরান।
মধ্যাহ্ন বিরতিতে যাবার আগে পাকিস্তান সংগ্রহ করে ৩১ ওভারে ২ উইকেটে ৭৮ রান। বিরতি থেকে ফেরার পর ১৩ ওভার খেলা শেষেই আসে বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় আধঘণ্টা। বৃষ্টি শেষে ৪৪ ওভারে ১২৩ রানে খেলা শুরুর পর আর খেলা হয়নি বেশীক্ষণ।
১৩ ওভার খেলতেই দুই আম্পায়ার সিদ্ধান্ত নেন খেলা বন্ধ করতে। ৫৭ ওভারের মাথায় আলোক স্বল্পতায় খেলা বন্ধ হলে পুনরায় আর বল মাঠে গড়ানো সম্ভব হয়নি। তবে এসবের মাঝেও অর্ধশতক তুলে নেন বাবর আজম। দিন শেষে বাবর ৬০(৯৯) ও আজহার আলী অপরাজিত থেকেছেন ৩৬ (১১২) রানে।