শিরোনাম
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের জালে চার গোল দেওয়াকে যেন অভ্যাস বানিয়ে ফেলছে লিভারপুল। বুধবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। একাই জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ।
এর আগে লিগে শেষ দুই ম্যাচে আর্সেনাল ও সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছিল অলরেডরা। টানা তিন ম্যাচে হালি গোল দিয়ে অন্যরকম এক হ্যাটট্রিকই করে ফেললো তারা।
এভারটনের মাঠে খেলতে নেমে ম্যাচের ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন জর্ডান হেন্ডারসন। এর মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ।
বিরতির আগে ৩৮ মিনিটের মাথায় এভারটনের হয়ে এক গোল শোধ করেন দেমারাই গ্রে।
তবে দ্বিতীয়ার্ধে আর প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি লিভারপুল। ম্যাচের ৬৪ মিনিটের সময় স্কোরলাইন ৩-১ করেন সালাহ আর ৭৯ মিনিটে গিয়ে হালি পূরণ করেন ডিয়েগো জোতা।
এই ম্যাচের জোড়া গোলের পর এবারের লিগে ১৪ ম্যাচে সালাহর গোল হলো ১৩টি। তিনিই এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলস্কোরার।
এভারটনকে হারিয়ে ১৪ ম্যাচে ৯ জয় ও চার ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল। শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ৩৩ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।