শিরোনাম
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর শেষেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিরাট কোহলি। রোববার ভিডিও বার্তায় জানিয়ে দেন তিনি। সূত্র: আরটিভি
দলের অধিনায়কত্ব ছাড়লেও বিরাট জানিয়েছেন ক্যারিয়ারের শেষ পর্যন্ত ব্যাঙ্গালুরুর হয়েই খেলতে চান। অধিনায়ক বিরাটের অবশ্য হতাশার জায়গা দীর্ঘ নয় বছর ধরে ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দিয়ে আসলেও কোনোবারই স্বাদ পাননি শিরোপা জয়ের।
সোমবার রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে ব্যাঙ্গালুরু। এই ম্যাচে দারুণ এক মাইলফলক অপেক্ষা করছে বিরাটের জন্য। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নামলেই গড়বেন সেই রেকর্ড।
আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত চারজন খেলোয়াড় খেলেছেন দুইশর বেশি ম্যাচ। বিরাট এখানে হবেন অনন্য। চারজনের সবাই বিভিন্ন দলের হয়ে দুইশ ম্যাচ খেললেও প্রথম খেলোয়াড় হিসেবে নির্দিষ্ট একটা দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে দুইশ ম্যাচ খেলতে নামবেন কোহলি।
মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস) - ২১২ ম্যাচ || রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ানস) - ২০৭ ম্যাচ || দিনেশ কার্তিক (কলকাতা নাইট রাইডার্স) - ২০৩ ম্যাচ || সুরেশ রায়না (চেন্নাই সুপার কিংস) - ২০১ ম্যাচ
আইপিএলে এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৪০ ফিফটিতে ৩৭.৯৭ গড় আর ১৩০.৪১ স্ট্রাইকরেটে করেছেন ৬ হাজার ৭৬ রান।
এ তো গেল একটা রেকর্ড। কেকেআর এর বিপক্ষে ৭১ রান করলে প্রথম ভারতীয় হিসেবে হয়ে যাবেন টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মালিক। যা আর কারও নেই।