শিরোনাম
চট্টগ্রাম টেস্টে ইতিহাস গড়লেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক।
প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতেই ১৪৬ রান করেন তারা। ২০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ইতোমধ্যে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন আবিদ-শফিক। পরপর দুই ইনিংসে উদ্বোধনীতে শতরানের জুটি গড়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখান তারা।
এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ১০৯ আর দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের জুটি গড়েন দুই ওপেনার তৌফিক ওমর ও ইমরান ফারহাত।
প্রায় ১৮ বছর আগের সেই ম্যাচে পাকিস্তান ১৬১ রানের টার্গেট তাড়ায় জয় পায়। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও জয়ের পথে আছে পাকিস্তান। জয় থেকে মাত্র ৯৩ রান দূরে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।
টেস্ট ইতিহাসে ৫৯ বার একই ম্যাচের দুই ইনিংসে শতরানের উদ্বোধনী জুটির দেখা মিলেছে।