শিরোনাম
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের হেড কোচের দায়িত্ব ছেড়ে দেন মিসবাহ-উল-হক। এর পর থেকে অন্তর্বতীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাকলায়েন মুশতাক।
মুশতাকের অধীনে দুর্দান্ত আর অপ্রতিরোধ্য হয়ে উঠে পাকিস্তান দল। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর বাংলাদেশকেও ৩-০তে হারিয়েছে ।
যে কারণে সমালোচনার মুখে পড়েন মিসবাহ। তার পদত্যাগের পর থেকেই পাকিস্তান দল ভালো খেলছে বলে মন্তব্য করেছেন সমালোচকরা।
আর সমালোচকদের সেই মন্তব্য হাসিমুখেই মেনে নিলেন পাকিস্তানের সাবেক তারকা।
বললেন, ‘পাকিস্তান দলকে জিততে দেখে আমি খুব খুশি। যারা ভেবেছিলেন, আমি দায়িত্ব ছেড়ে দিলে পাকিস্তান ভালো খেলবে, তাদের অভিনন্দন।’
পাকিস্তানের মুসলিম জিমখানা ক্লাবের ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন মিসবাহ।
তবে পাকিস্তান দলের বর্তমান সাফল্যে অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলায়েন মুশতাকের ভূমিকা অস্বীকার করলেন না মিসবাহ।
বললেন, ‘বাবরের অধিনায়কত্ব তো আছেই, সাকলায়েনও খেলোয়াড়দের ভালোমতো সামলাচ্ছে। আমাদের টেস্ট দলও শক্তিশালী এবং বাংলাদেশকে তাদের মাটিতে টেস্টে হারানোর সক্ষমতা আমাদের রয়েছে।’
প্রসঙ্গত, এক বছরের চুক্তির মেয়াদ বাকি থাকতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আচমকা কোচের পদ ছাড়লেন মিসবাহ-উল হক। তার সঙ্গে পেস বোলিং কোচ ওয়াকার ইউনিসও পদত্যাগ করেন।
দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকায় পরিবারকে সময় দিতে না পারায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান মিসবাহ। আর মিসবাহ সরে দাঁড়ানোর কারণে তিনিও পদত্যাগ করেছেন বলে জানান ওয়াকার।