ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করেছে ব্রাজিলিয়ানরা!

ফানাম নিউজ
  ১৪ জুলাই ২০২১, ১৩:৫৯

কোপা আমেরিকার ফাইনাল হয়ে গেছে আরো ২দিন আগে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার সেই দ্বৈরথ এখনো আলোচনার খোরাক। তবে এবার নিজ দেশের দর্শকদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে শিরোনামে ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিলভা দাবি করেছেন, মারাকানায় আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছে খোদ ব্রাজিলিয়ানরাই!

নিজের লেখায় শুরুতে অবশ্য মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন সিলভা। একইসঙ্গে যেসব সমর্থক তাদেরকে সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

চেলসিতে খেলা এই ডিফেন্ডার ইনস্টাগ্রামে লিখেছেন, এখন নিজেদেরকে নতুন করে তৈরি করার এবং নতুন উদ্যমে শুরু করার সময়।

এরপরই নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সিলভা। লিখেন, যারা আমাদের বিপক্ষে ছিলো, আশা করি তারা এখন খুশি। তবে আমি নিশ্চিত তারা আমাদের বন্ধু হিসেবে এখানে আসেনি এবং কখনোই তারা আমাদের বন্ধু হতে পারে না।

ব্রাজিলের রিও ডি জেনেইরোর মারাকানায় অনুষ্ঠিত ফাইনালে বেশকিছু ব্রাজিলিয়ান উপস্থিত হন যারা চেয়েছিলেন, এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। আর্জেন্টিনার পক্ষে নিজেদের সমর্থনের কথা তারা সরাসরিই জানান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের সমর্থনের কথা জানান দেন তারা। এমনকি ফাইনাল শেষে স্টেডিয়ামের বাইরে আর্জেন্টিনার পক্ষে গলাও ফাটিয়েছেন বেশকিছু ব্রাজিলিয়ান সমর্থন।