শিরোনাম
সাকিব আল হাসানকে পেছনে ফেলে এক ভেন্যুতে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি উইকেট শিকারের মালিক এখন মুস্তাফিজুর রহমান। বিশ্ব ক্রিকেটে এতদিন এই কীর্তি ছিল সাকিবের। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ যা ভেঙেছেন।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব মোট আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট ৩৬টি। চোটের কারণে তার অংশ নেওয়া হচ্ছে না পাকিস্তান সিরিজে।
একই ভেন্যুতে মুস্তাফিজের উইকেট এখন ৩৭টি। তৃতীয় স্থানে আছেন আরেক বাংলাদেশি পেসার আল-আমিন হোসেন। মিরপুরে আল-আমিনের ঝুলিতে রয়েছে ২৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট।
দীর্ঘদিন পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হত সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন পাকিস্তানের পেসার সোহেল তানভীর। তালিকার পঞ্চম স্থানে থাকা উগান্ডার ভারতীয় পেসার দীনেশ নাকরানি কিগালি ক্রিকেট স্টেডিয়ামে শিকার করেছেন ২০টি উইকেট।