শিরোনাম
দিনটি নতুন কিন্তু গল্পটা সেই পুরোনো। আরও একবার শুরুতেই উইকেট হারিয়ে ইনিংসের গোড়াপত্তন করলো বাংলাদেশ দল। শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেছেন সাইফ হাসান, নাইম শেখ ফিরেছেন ঠিক পরের ওভারেই।
মুখোমুখি প্রথম বলেই আউট হয়েছেন সাইফ। অর্থাৎ পেয়েছেন গোল্ডেন ডাক। তবে দুটি রান করতে সক্ষম হয়েছেন নাইম। এর জন্য অবশ্য ৮ বল খেলেছেন তিনি।দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫ রান।
প্রথম ম্যাচের মতো আজও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অন্তত টপঅর্ডারে প্রমাণ হয়নি তার সিদ্ধান্তের যথার্থতা। কেননা ইনিংসের প্রথম দুই ওভারেই সাজঘরের পথ ধরেছেন দুই ওপেনার।
শাহিন শাহ আফ্রিদির করা প্রথম ওভারের তিন বল ডট খেলে, পরেরটিতে সিঙ্গেল নিয়েছিলেন নাইম শেখ। লেগস্ট্যাম্পের ওপর করা চার নম্বর ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন আরেক ওপেনার সাইফ।
আম্পায়ার প্রথমে আউট দেননি। তবে রিভিউ নিয়ে প্রথম সাফল্যের দেখা পায় পাকিস্তান। প্রথম ম্যাচে নিজের অভিষেকে ৮ বল খেলে ১ রান করতে পেরেছিলেন সাইফ। আজ ফিরেছেন প্রথম বলেই।
সাইফ আউট হওয়ার পর বেশিক্ষণ থাকতে পারেননি নাইমও। তিনি সাজঘরে ফেরেন মোহাম্মদ ওয়াসিমের করা দ্বিতীয় ওভারের শেষ বলে। অফস্ট্যাম্পের বাইরের বলে ক্যাচ প্র্যাকটিস করিয়ে আউট হওয়ার আগে ২ রান করেন নাইম।