শিরোনাম
ওমান ও আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাঁহাতি টপঅর্ডার চারিথ আসালাঙ্কা। টুর্নামেন্টে ছয় ম্যাচ খেলে ৪৬ গড়ে ২৩১ রান করেছিলেন তিনি। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ম্যাচে আসালাঙ্কাই ছিলেন ম্যাচসেরা।
বিশ্বকাপে এমন উদ্ভাসিত পারফরম্যান্সের পর প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী উদীয়মান তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ঘোষিত ২২ সদস্যের দলে রাখা হয়েছে আসালাঙ্কাকে। এমনকি অভিষেকেরও সমূহ সম্ভাবনা রয়েছে তার।
আসালাঙ্কা ছাড়াও এই সিরিজের জন্য প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার কামিল মিশারা, লেগস্পিনিং অলরাউন্ডার সুমিন্দা লাকশান ও ফাস্ট বোলার চামিকা গুনাসেকারা। এছাড়া শেষ সিরিজটি না খেলা দুশমন্থ চামিরাকেও ফেরানো হয়েছে দলে।
বাংলাদেশের বিপক্ষে খেলা শেষ সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে, ভানিন্দু হাসারাঙ্গা, নিরোশান ডিকভেলা ও দাসুন শানাকা। এদের মধ্যে নিজ থেকেই সরে দাঁড়িয়েছেন থিরিমান্নে আর নিষেধাজ্ঞায় রয়েছেন ডিকভেলা।
রোববার থেকে গলে শুরু হবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড
দিমুথ করুনারাত্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, মিনোদ ভানুকা, রোশেন সিলভা, রমেশ মেন্ডিস, কামিল মিশারা, চামিকা করুনারাত্নে, লাকশান সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়া, প্রবীণ জয়াবিক্রম, সুমিন্দা লাকশান, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো ও চামিকা গুনাসেকারা।
সূত্র: জাগো নিউজ