শিরোনাম
ক্রিকেটের খুদে সংস্করণের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা হয় ক্রিস গেইলকে। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে সাত ছক্কায় ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন গেইল। এ ইনিংস দিয়েই ১৪ হাজারে পা রেখেছেন তিনি। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজও ম্যাচটা জিতেছে। অস্ট্রেলিয়াকে ছয় উইকেট হারিয়েছে উইন্ডিজরা। পাঁচ ম্যাচের সিরিজটাও ৩-০ তে জিতে নিয়েছে স্বাগতিকরা।
গেইল নিজেকে বলেন—‘ইউনিভার্স বস’। ৪১ বছর বয়সী আমুদে এ ক্রিকেটার এবার বলেছেন, আইসিসি নয় তিনিই ক্রিকেটের বস। ম্যাচ শেষে নিজের ব্যাটের স্টিকার নিয়ে তিনি বলেছেন, ‘আইসিসি চায় না আমি ‘ইউনিভার্স বস’ ব্যবহার করি। তাই সংক্ষিপ্ত করে শুধু ‘দা বস’ করে নিয়েছি। কারণ আমিই তো বস!’
আইসিসি ক্রিকেট চালায় বলতেই অট্টহাসিতে গেইল বলেছেন, ‘না না না, তারা নয়, আমিই, আইসিসি নয়, টেকনিক্যালি আমিই ক্রিকেটের বস।’