নামিবিয়াতেও ক্রিকেট বিশ্বকাপ!

ফানাম নিউজ
  ১৬ নভেম্বর ২০২১, ২০:৩৫

আইসিসি ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করেছে। এ সময়ে ১৪টি দেশে আটটি বৈশ্বিক টুর্নামেন্ট হবে। এ ১৪টি দেশের মধ্যে ১১টি পূর্ণ সদস্য, বাকি তিনটি সহযোগী দেশ।

প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

২০২৭ সালে হবে এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ের মাঠে। 

ওয়ানডে বিশ্বকাপে ২০০৩ সালেই খেলেছে নামিবিয়। এর আগে-পরে ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বমঞ্চে আর খেলা হয়নি। খেললেও সেবার জয়ের মুখ দেখা হয়নি নামিবিয়ার। ছয় ম্যাচের ছয়টিতেই জুটেছে হার। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের  সুপার টুয়েলভে ওঠাই ছিল নামিবিয়ার বড় অর্জন। 

কিন্তু সেখানেই থেমে থাকেনি নামিবিয়া। সুপার টুয়েলভে প্রথম ম্যাচে আবুধাবিতে স্কটল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠি ম্যাচে জয় তুলে নেয় নামিবিয়া।