শিরোনাম
আগামী বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর বসবে অস্ট্রেলিয়ায়। ১৩ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল ১৩ নভেম্বর। আর এই টুর্নামেন্টের ৪৫টি ম্যাচের জন্য সাতটি ভেন্যুর তালিকা প্রকাশ করা হয়েছে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্নে।
২০২০ সালেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে দুই বছর পিছিয়ে, ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব পায় বর্তমান চ্যাম্পিয়নরা। আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার সাতটি শহরে হবে এই টুর্নামেন্ট। সেগুলো হলো, ব্রিসবেন, গিলং, হোবার্ট, পার্থ, সিডনি, অ্যাডিলেড ও মেলবোর্ন। তার মধ্যে ৯ নভেম্বর সিডনি ও ১০ নভেম্বর অ্যাডিলেডে হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে মেলবোর্নে। ২০২০ সালে মেয়েদের টি-২০ বিশ্বকাপের ফাইনালও হয়েছিল মেলবোর্নে। সেই ম্যাচে রেকর্ড ৮৬ হাজার ১৭৪ দর্শক হয়েছিল।
২০১৫ এর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজকের দায়িত্ব পেয়েছে অস্ট্রেলিয়া। যে কারণে মুখিয়ে আছেন ‘হেড অব ইভেন্টস’ ক্রিস টেটলি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আইসিসি ইভেন্টের প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় আছি আমরা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাতটি ভেন্যুর তালিকা প্রকাশ করতে পেরে আনন্দিত। ১২টি দলের অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দলগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হবে আগামী বছরের ১৩ অক্টোবর। টুর্নামেন্টটি শেষ হবে ১৩ নভেম্বর। অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। নামিবিয়া, স্কটল্যান্ডের পাশাপাশি রাউন্ড-১ এ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।