শিরোনাম
তামিম ইকবালের পুনর্বাসন প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড দিয়ে ফিরতে চেয়েছিলেন তামিম। তবে এই রাউন্ডেও ফেরা হচ্ছে না তার। হাতের আঙুলের অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় ষষ্ঠ রাউন্ড থেকে খেলার আশা করছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মাঠে তার ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এনসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হবে ২১ নভেম্বর। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে ২৬ নভেম্বর।
বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম তামিমের চোটের সর্বশেষ অবস্থার কথা জানিয়ে বলেন, ‘তামিমের বৃদ্ধাঙুলে যে ফ্র্যাকচার হয়েছিল তার পুনর্বাসন প্রক্রিয়া এখনো চলছে। পুনর্বাসনের প্রায় দুই সপ্তাহ চলে গেছে। উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে ভালো খেলছে। বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেস বোলিংয়ে বিরুদ্ধে খেলতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এখনো পুরোপুরি সেরে ওঠেনি।’
পাকিস্তান সিরিজে খেলা নিয়ে শঙ্কা থাকলেও বায়েজিদ আশা করছেন, তামিম দ্রুত ফিট হয়ে উঠবেন। তিনি বলেন, ‘কত ভাগ রিকভারি হয়েছে এখনই বলা যাবে না। সেরে ওঠার জন্য যতটুক সময় লাগে ততটুক সময় আমরা তাকে দিয়েছি। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই সেরে উঠবে।’ তিনি বলেন, ‘জাতীয় লিগের পঞ্চম রাউন্ড থেকে সে খেলতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হচ্ছে না। চেষ্টা করব ষষ্ঠ রাউন্ডে খেলানোর। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে শঙ্কা থেকে যাচ্ছে। এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। সূত্রঃ যুগান্তর