শিরোনাম
দলের সবচেয়ে বড় তারকাকে বেঞ্চে বসিয়ে রেখে বিশ্বকাপের আরো কাছে গেলো আর্জেন্টিনা। তবে শেষদিকে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি তবু ব্যবধান বাড়াতে পারলেন না তিনি। শনিবার (১৩ নভেম্বর) ভোরে মন্তেভিদিওতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অবশ্য গত মাসেই উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিলো আর্জেন্টিনা।
ম্যাচের শুরুতেই ৭ মিনিটে আনহেল দি মারিয়ার গোলটাই ম্যাচ জয়ী গোল ছিলো। বাকি সময়ের চাপ ধরে রাখলেও জালের দেখা পায়নি উরুগুয়ে। কষ্টের জয়ে বিশ্বকাপে জায়গা পাকা করার পথে আরেক ধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির দল।
এদিন লিওনেল মেসির অভাবটা খুব ভালোভাবেই টের পেয়েছে লিওনেল স্কালোনি। ম্যাচের প্রথম ৭৫ মিনিট মাঠে নামায়নি এলএমটেনকে। আর তাই বল দখলে অনেক এগিয়ে থাকলেও আক্রমণে সুবিধা করতে পারেনি তারা। সাত শটের তিনটি ছিল লক্ষ্যে। সেখানে মাত্র ৩৬ শতাংশ সময় বল পায়ে রাখতে পারা উরুগুয়ে শট নেয় ১৯টি, যদিও এর মাত্র চারটিই ছিল লক্ষ্যে।
প্রথম ২০ মিনিট পর খেলার নিয়ন্ত্রন নিতে পারেনি আর্জেন্টিনা। সেই সুযোগে চাপ বাড়ায় উরুগুয়ে। ৩২তম মিনিটে লুইস সুয়ারেসের শট গোলপোস্টে না লেগে ফিরলে খেলার চিত্রটা অন্যরকমও হতে পারতো। ফিরতি বল ফাঁকায় পেয়েও কাজে লাগাতে পারেনি আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবারও আর্জেন্টিনা দূর্গে উরুগুয়ের হানা। এবারো ডি-বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন হোয়াকিন পিকেরেস। যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে মেসির শট গোল বাধা পার করতে পারেনি। উরুগুয়েও আর পারেনি তেমন কিছু করতে। তাই ১ গোলের জয় নিয়েই বিশ্বকাপের পথে আরেক ধাপ এগিয়ে গেলো দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনা ১২ ম্যাচে আট জয় চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। মেসিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইকুয়েডর। সমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে আছে চিলি, কলম্বিয়া ও উরুগুয়ে। এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।
আগামী বুধবার ভোরে পরের রাউন্ডে দেশের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে মেসিরা। আর অন্যদিকে কাতার বিশ্বকাপের টিকিট এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। সে ম্যাচে আর্জেন্টিনারাও সুযোগ রয়েছে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার।