কেভিন পিটারসেনকে ট্রল করলেন ওয়াসিম জাফর

ফানাম নিউজ
  ১১ নভেম্বর ২০২১, ১৭:৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গত আসরের রানারআপ ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের সাম্প্রতিক পারফর্ম্যান্স বেশ উজ্জ্বল ছিলো যা তাদের আবারো ফাইনাল খেলার সম্ভাবনা বাড়িয়ে দেয়। শেষচারে এসে নিউজিল্যান্ডের সঙ্গে হোঁচট খাওয়ার পর এবার সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনকে নিয়ে মিম বানালেন ভারতীয় দলের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। সূত্র: আরটিভি

গত সপ্তাহে, পিটারসেন একটি সাহসী টুইট করে দাবি করেছিলেন যে, পাকিস্তান এবং আফগানিস্তানই একমাত্র দল যারা শারজায় ম্যাচ খেললে ইংল্যান্ডকে হারাতে পারে। সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর সাবেক ইংলিশ ব্যাটারের ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ট্রল করেন। নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায়ের পর জাফর পিটারসেনকে উপহাস করে পুরানো টুইটটি ব্যবহার করেন।

টুইটে পিটারসেন লিখেন "এই টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধুমাত্র পাকিস্তান বা আফগানিস্তানই ইংল্যান্ডকে হারাতে পারে। তবে খেলাটি অবশ্যই শারজাহর উইকেটে হতে হবে। অন্য কোথাও, চেলসির মতো ট্রফি ইংল্যান্ডের হাতে তুলে দেওয়া উচিত ।

জাফর পিটারসনের টুইটের জবাবে কেন উইলিয়ামসনের মুখের সাথে একটি হাস্যকর মিম দিয়ে বলেছেন, "হ্যাঁ, আমরা শুধু বুর্জ খলিফা দেখতে এসেছি"। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মজার প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে ব্যাপক হাস্যরস তৈরি করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ইয়ন মরগানের নেতৃত্বে টুর্নামেন্টের 'ফেভারিট' ইংল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করে। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে কেন উইলিয়ামসনের দল।

এর আগে, ২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি যেতে ইংল্যান্ড। দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার কাছে গিয়েও ২০১৬ আসরে ফাইনালে হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবারো থ্রি লায়ন্সরা ট্রফির অন্যতম দাবিদার।