লর্ডস থেকে আবুধাবি, ভেন্যু বদলালেও বদলালো না চিত্রনাট্য!

ফানাম নিউজ
  ১১ নভেম্বর ২০২১, ০৯:৪৮

কী কাকতালীয় ব্যাপার! দুই ম্যাচেই ডানহাতি বোলারের বলে বাঁহাতি ব্যাটার লং অন দিয়ে বল উড়িয়ে মারলেন। তবে বাউন্ডারি লাইনে দাঁড়ানো ফিল্ডার সেই বল ক্যাচ ধরতে গিয়ে বানিয়ে দিলেন ছক্কা।

লর্ডস থেকে আবুধাবি, আড়াই বছর পর না বদলালো মুখোমুখি হওয়া দুই দলের নাম, না ম্যাচের চিত্রনাট্য। তবে রঙ্গমঞ্চে ক্যাচ ছাড়া দুজন ভিন্ন, ভিন্ন দুই দলের।

লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ক্যাচ ছেড়ে খলনায়ক বনে গিয়েছিলেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। কাল বনলেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। তাতে ফল যা হওয়ার তাই হলো। সেদিনের বোল্টের ওই ক্যাচ যেমন কিউইদের বিশ্বকাপ হাতছাড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল, তেমনি কাল বেয়ারস্টোর ক্যাচ মিসই হয়তো ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের সবচেয়ে বড় কারণ!

১। ১৪ জুলাই, ২০১৯। বিশ্বকাপ ফাইনাল, লর্ডস

ঘরের মাঠে ইংল্যান্ডের বিশ্বকাপ জিততে শেষ ৯ বলে দরকার ছিল ২২ রান। ম্যাচের ৪৯তম ওভারে বল করছিলেন জিমি নিশাম। তার চতুর্থ বলে উড়িয়ে মেরেছিলেন বেন স্টোকস। লং অনে দাঁড়ানো ট্রেন্ট বোল্ট ক্যাচটা পুরোপুরি ধরেছিলেন ঠিকই। তবে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ হওয়া বোল্ট ভারসাম্য রক্ষা করতে পারলেন না। বোল্টের পা স্পর্শ করল বাউন্ডারি লাইন। নির্ঘাত আউট হওয়া বল হয়ে গেল ছক্কা।

এরপরের ঘটনা তো সবারই জানা। স্টোকসের বীরোচিত ইনিংসে ম্যাচ হলো টাই। পরে ফাইনাল গড়ালো সুপার ওভারে। আশ্চর্যজনকভাবে প্রথম সুপার ওভারেও ম্যাচের ফল এলো না। ফল এলো না দ্বিতীয় সুপার ওভারেও। তবে অদ্ভুতুড়ে বাউন্ডারি আইনে শেষ পর্যন্ত স্বাগতিকদের হাতেই ওঠে বিশ্বকাপ শিরোপা।

২। ১০ নভেম্বর, ২০২১। টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম সেমিফাইনাল; শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

একই চিত্রনাট্যে এবার ব্যাটার দুই বছর আগে বোলারের ভূমিকায় থাকা জিমি নিশাম। ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলে ক্রিস জর্ডানের স্লোয়ার বলকে তুলে মেরেছিলেন কিউই বাঁহাতি ব্যাটার৷ লং অন থেকে দৌড়ে গিয়ে জনি বেয়ারস্টো ক্যাচ ধরে বলটা ধরে ছুঁড়ে মারলেন আরেক সতীর্থের দিকে, তিনি ক্যাচটা ধরলেনও। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, শুধুমাত্র মিলিসেকেন্ডের ব্যবধানে৷ বেয়ারস্টোর পা ছুঁয়ে ফেলল বাউন্ডারির দড়ি। এবারও নিশ্চিত ক্যাচ হয়ে গেল ছক্কা। ফলাফলও দাঁড়ালো এক। শেষ পর্যন্ত হারল ইংল্যান্ড।