‘দুইটা-একটা ম্যাচ বিচারে খারাপ খেলি বলা ঠিক না’

ফানাম নিউজ
  ০৬ নভেম্বর ২০২১, ১৭:৩০

‘আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড হেরে গেলে সেমিফাইনাল নিশ্চিতের সুযোগ রয়েছে। আর যদি ব্ল্যাকক্যাপসরা জিতে যায়, সেক্ষেত্রে কি করবেন?’

সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে রবীন্দ্র জাদেজা বললেন, ‘তাহলে... ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরব, আর কী!’

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। স্কটিশদের দেয়া ৮৫ রানের লক্ষ্য ৭.১ ওভারে তাড়া করতে পারলে আফগানদের হটিয়ে তৃতীয় স্থানে উঠে আসতে পারবে ভারত। এমন সমীকরণের সামনে ব্যাট করতে নামে ভারতীয়রা। মাত্র ৬.৩ ওভারেই ম্যাচ নিজেদের করে নেয়।

৭ নভেম্বর কিউইদের মুখোমুখি হবে আফগানিস্তান। পরদিন বিরাট কোহলিদের প্রতিপক্ষ নামিবিয়া।

যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে মোহাম্মদ নবীর দল। তাহলেই শেষ চারে যাওয়ার সুযোগ হবে ভারতের।

৮ উইকেট ও ৮১ বলের বড় ব্যবধানের জয়ের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাদেজা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে যথাক্রমে ১০ ও ৮ উইকেটে হেরে বিশ্বকাপ শুরুর প্রসঙ্গে তিনি বলেন, ‘শেষ ২-৩ বছর ধরে যেকোনও কন্ডিশনে আমরা সব ফরম্যাটে বেশ ভালোই খেলেছি। দুইটা-একটা ম্যাচ বিচার করে আমরা খারাপ খেলি, সেটা বলা ঠিক হবে না। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই-একটা ম্যাচে এমন হতেই পারে। গেল দুই বছরে আমাদের রেকর্ড দেখলেই সব স্পষ্ট হবে।’

স্কটিশদের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে তিন উইকেট শিকার করে ম্যান সেরা হয়েছেন এই স্পিনার। নামিবিয়ার বিপক্ষে জয় তুলতে আশাবাদি জাদেজা।

‘আমরা ওই ম্যাচগুলো নিয়ে ভাবি না। সামনে বড় সুযোগ অপেক্ষা করছে। নিশ্চিত করতে হবে, আসন্ন ম্যাচগুলোতে ভালো করার। আশাকরি করতে পারবো।’