'কিউইরা আফগানদের কাছে হারলে প্রশ্ন উঠবে অনেক'

ফানাম নিউজ
  ০৬ নভেম্বর ২০২১, ১৬:১২

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ টপকাতে বেশ ঘাম ঝড়াতে হচ্ছে ভারতের। পরিস্থিতি এমন সেমিফাইনালে যেতে এখন অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে টিম ইন্ডিয়ার। বাবর আজমের পাকিস্তান পয়েন্ট টেবিলে প্রথম স্থানে থেকে ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে। বিরাট কোহলির দল পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে চলে যাওয়ায় তাদের তাকিয়ে থাকতে হচ্ছে কিউই আর আফগানিস্তান ম্যাচের দিকে। সূত্র: আরটিভি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নানা রকম বক্তব্য দিয়ে আলোচনা থাকছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচ নিয়ে শোয়েবের অফিসিয়াল ইনস্টাগ্রাম একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, “ভারতের ভাগ্য এখন নিউজিল্যান্ডের হাতে। নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে অনেক প্রশ্ন উঠবে, আমি আপনাকে সতর্ক করছি। কারণ সোশ্যাল মিডিয়া কেউ থামাতে পারবে না। আমি কোনো বিতর্কে জড়াতে চাই না কিন্তু নিউজিল্যান্ডের ব্যাপারে পাকিস্তানিদের অনুভূতি এই মুহূর্তে সত্যিই অনেক বেশি।"

এদিকে আফগানিস্তান যদি ব্ল্যাকক্যাপদের হারাতে পারে, তাহলে ভারতের আফগানিস্তান এবং স্কটল্যান্ডের থেকে নিট রানরেটে এগিয়ে থেকে শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই ভারত মূলত চাইবে মোহাম্মদ নবির নেতৃত্বাধীন দল কেন উইলিয়ামসনকে যাতে হারাতে পারে।

৪৬ বছর বয়সী সাবেক পাকিস্তানি ক্রিকেটার তার পোস্টের ক্যাপশনে বলেছেন, "বিশ্বকাপ খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। মনে হচ্ছে ভারত অলৌকিক ঘটনার কাছাকাছি চলে যাচ্ছে যা অসম্ভব বলে মনে হচ্ছে। নিউজিল্যান্ড-আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে অনেক চাপে থাকবে। এটি হবে তাদের অলিখিত কোয়ার্টার ফাইনাল ।"

রোববার (৭ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। যার দিকে নজর থাকবে সব ভারতীয় ক্রিকেট ভক্তদের।