শোয়েব আখতারের কাছে লক্ষ-কোটিবার ক্ষমা চাইলেন সেই টিভি উপস্থাপক

ফানাম নিউজ
  ০৫ নভেম্বর ২০২১, ১৮:৫০

টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি গত কয়েকদিন ধরে আলোচনার শিরোনামে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার ও টিভি উপস্থাপক ড. নোমান নিয়াজের মধ্যে দ্বন্দ্বের ঘটনাটি। সূত্র: যুগান্তর

পাকিস্তানের টিভি চ্যানেল পিটিভির এই উপস্থাপকের এক বক্তব্যে অপমানিত বোধ করে টকশো ছেড়ে উঠে চলে যান শোয়েব আখতার। 

বিষয়টি নিয়ে পাকিস্তানের ক্রিকেটমহলে এতোটাই তোলপাড় শুরু হয় যে, এ নিয়ে মন্তব্য করতে হয় পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও। বিষয়টি নিয়ে তদন্ত কমিটিও গঠিত হয়।

এরই মধ্যে জানা যায়, শোয়েবকে অপমানের জেরে চাকরিচ্যুতসহ বড় শাস্তি অপেক্ষা করছে নিয়াজের জন্য।

এবার জানা গেল, নিজের সেই রূঢ় আচরণের জন্য শোয়েব আখতারের কাছে ক্ষমা চেয়েছেন এই উপস্থাপক।

পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকউইক জানিয়েছে, সেই তদন্ত কমিটির দায়িত্বে থাকা রউফ ক্লাসরার ইউটিউব চ্যানেলে এসে শোয়েব আখতারের কাছে ক্ষমা চান নোমান নিয়াজ।

নোমান নিয়াজ বলেন, ‘মানুষ মাত্রই ভুল। আমারও তাই হয়েছে। এমনটি আর হবে না। আমি শোয়েব আখতারের কাছে একবার নয় লক্ষ-কোটিবার ক্ষমা চাইছি। আমি স্বীকার করছি যে, ওই বক্তব্য দিয়ে আমি শোয়েব আখতারসহ পাকিস্তানের অনেক ক্রিকেটভক্তদের হৃদয় ভেঙে দিয়েছি।’ 

উল্লেখ্য, বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মতো হারানোর পর বাবর আজমদের দুরন্ত পারফরম্যান্স ও কোহলিদের ব্যর্থতা নিয়ে আলোচনা চলছিল সে সময়। 

ওই সময় পিটিভির এক লাইভ টকশোতে হাজির হয়ে পাকিস্তানের বোলার হারিস রউফের উত্থানের কথা বলছিলেন শোয়েব। হারিস কীভাবে নিজের বোলিংয়ে উন্নতি সাধন করেছেন তার ব্যাখ্যা দিতে থাকেন তিনি।

এ সময় তাকে থামিয়ে পাকিস্তানের আরেক পেসার শাহিন শাহ আফ্রিদির প্রসঙ্গ টেনে আনেন উপস্থাপক নিয়াজ। শাহিন কীভাবে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে দুর্দান্ত পারফরম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সেই ইতিহাস বলতে থাকেন। 

আর ব্যাপারটি মোটেই ভালো লাগেনি শোয়েবের। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে উপস্থাপক নোমান নিয়াহ বলে ওঠেন, ‘আপনি (শোয়েব) অতিচালাক এবং অভদ্রের মতো আচরণ করছেন। ’ বলেই অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতি দেন নিয়াজ।

বিরতির পর নিয়াজকে ওই আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে বলেন শোয়েব। কিন্তু নিয়াজ সেটি না করলে সবার কাছে ক্ষমা চেয়ে অনুষ্ঠান ত্যাগ করেন শোয়েব আখতার।

উপস্থাপকের এমন বক্তব্যের পর শোয়েব চাইছিলেন যে, বিরতির পর যেন লাইভেই তার কাছে ক্ষমা চান নোমান। কিন্তু বিরতির পর সেটি নোমান না করায় শোয়েব শো ছেড়ে উঠে চলে যান।