পয়েন্ট হারাল মেসিহীন পিএসজি

ফানাম নিউজ
  ০৪ নভেম্বর ২০২১, ১৩:২৫

জার্মান ক্লাপ আরবি লাইপজিগের বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়ায়ই মাঠে নেমেছিল পিএসজি।

আর বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন মরিসিও পচেত্তিনো দল।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুই দলের ফিরতি দেখায় বুধবার রাতে লাইপজিগের কাছে হোঁচট খেল পিএসজি। ২-২ গোলে ড্র করেছে মেসিবিহীন মরিসিও পচেত্তিনো শিষ্যরা। এর আগের দেখায় জোড়া গোল করে পিএসজিকে জিতিয়েছিলেন লিওনেল মেসি একাই। কিন্তু হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে এ ম্যাচে মেসিকে বাদ রেখেই একাদশ তৈরি করেন পচেত্তিনো।

আর সেই মাশুলও গুনলেন পয়েন্ট হারিয়ে। মেসি না থাকলেও রেড বুল এরেনায় পিএসজি দল তারকা সমৃদ্ধই ছিল। নেইমার-এমবাপের সঙ্গে আক্রমণভাগে ছিলেন মেসির স্বদেশি অভিজ্ঞ অ্যাঞ্জেল ডি মারিয়া। তারকাবহুল আক্রমণভাগ নিয়েও অবশ্য জয়ের দেখা পায়নি ফরাসি জায়ান্টরা।

ঘরের মাঠে ম্যাচের ৮ মিনিটেই ক্রিশ্চোফার এনকুনকুর গোলে লিড নেয় লাইপজিগ। ২১ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাসে সেই গোল শোধ দেন ওয়াইনাল্ডুম। এরপর ৩৯ মিনিটে ডিফেন্ডার মার্কুইনহোসের পাসে জোড়া গোল করেন এই ডাচ মিডফিল্ডার। ২-১ গোলে এগিয়ে স্বস্তির বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে নেমেও দুর্দান্ত খেলতে থাকে প্যারিসের দলটি। ব্যবধান আরো বাড়াতে না পারলেও এগিয়ে থেকে জয়ের পথেই ছিল দলটি। কিন্তু যোগ করা সময়ে কপাল পোড়ে পিএসজির। ৯০ মিনিটে নিজেদের ডি বক্সে উড়ে আসা একটি বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করেন পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে।

ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিক থেকে গোল করে শেষমুহূর্তে দলকে সমতায় ফেরান ডমিনিক জোবস্লাই।