শিরোনাম
করোনার সঙ্গে এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আর তাই জৈব সুরক্ষার ব্যাপারেও বেশ সতর্ক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। এতো কড়াকড়ির মধ্যেও সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙেছিলেন ইংল্যান্ডের আম্পায়ার মাইকেল গফ।
যার ফলে প্রাথমিকভাবে ৬ দিনের জন্য তাকে নিষিদ্ধ করেছিল আইসিসি। তবে সেই শাস্তি কাটিয়ে এই বিশ্বকাপে আর মাঠে ফেরা হচ্ছেনা ইংলিশ এই আম্পায়ারের।
আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, 'এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর আম্পায়ারিং করতে দেখা যাবে না গফকে। জৈব সুরক্ষা বলয় ভাঙায় মাইকেল গফ বিশ্বকাপের চলতি আসরে আর কোনো ম্যাচেই দায়িত্ব পালন করবেন না বলে নিশ্চিত করছে আইসিসি।'
এর আগে, কাউকে না জানিয়ে বায়োবাবল ভেঙে হোটেলের বাইরে যাওয়ায় আইসিসি মাইকেল গফকে ছয়দিন নিষিদ্ধ করে। তখন জানানো হয়েছিল এই ৬ দিনে সব করোনা টেস্ট নেগেটিভ আসলে পরবর্তী ম্যাচগুলোতে তিনি কাজ করার সুযোগ পাবেন।
সে হিসেবে বৃহস্পতিবার (৪ নভেম্বর) আবুধাবিতে শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল এই ইংলিশ আম্পায়ারের।
এদিকে, মাইকেল গফকে বিশ্বকাপ আসরে ৮টি ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিনি ৪টি ম্যাচে দায়িত্ব পালন শেষেই ফিরে যাচ্ছেন বাড়ি।