নিস্তেজ স্কটিশদের মুখোমুখি ফুরফুরে নিউজিল্যান্ড

ফানাম নিউজ
  ০৩ নভেম্বর ২০২১, ১৪:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

বুধবার (৩ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে, বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ভারতকে হারিয়ে ফুরফুরে মেজাজে ব্ল্যাকক্যাপসরা। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও ভারতের বিপক্ষে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসের তুঙ্গে কেন উইলিয়ামসনের দল।

সেমির স্বপ্ন বাস্তবায়নে অব্যাহত রাখতে হবে এই জয়ের ধারা। দুবাইতে কিউইদের এবারের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম পর্বে প্রতিটি ম্যাচ জিতে চমক সৃষ্টি করলেও মূলপর্বে অনেকটা নিস্তেজ স্কটিশরা। শক্তি, পরিসংখ্যান, অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে এগিয়ে কিউইরা। দু’দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছ একবার। জয় পেয়েছে নিউজিল্যান্ড।

এ আসরে দুই ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলে কিউইদের অবস্থান তৃতীয়, আর এখন পর্যন্ত সবকটি ম্যাচ হেরে টেবিলের তলানিতে অবস্থান করছে স্কটিশরা।

নিউজিল্যান্ড স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিনসন, ড্যা্রেল মিচেল, জিমি নিশাম, গ্ল্যান ফিলিপ, টিম সেইফার্ত (উইকেট রক্ষক), ইশ শোধি, টিম সাউদি।

স্কটল্যান্ড স্কোয়াড

কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন (ভাইস ক্যাপ্টেন), ডিলান বাজ, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, অ্যালি ইভান্স, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস (উইকেট রক্ষক), মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।