শিরোনাম
‘স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস’- এই প্রবাদটি শুনে আপনার নিশ্চয়ই খরগোশ ও কচ্ছপের দৌড়ের গল্পটাই মনে হবে। আজ নামিবিয়ার বিপক্ষে মোহাম্মদ রিজওয়ান ছিলেন সেই ‘কচ্ছপের’ ভূমিকায়।
তার স্তিতধী ব্যাটিংয়ে নামিবিয়াকে ২০০ ছুঁই ছুঁই লক্ষ্য দিয়ে ৪৫ রানে জিতে সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান। সঙ্গে একটি রানআউটও করেছেন এবং হয়েছেন ম্যাচসেরা।
আবুধাবিতে নামিবিয়ার বিপক্ষে টস জিতে আজ ব্যাট করার সিদ্ধান্ত নেন বাবর আজম। বরাবরের মতো অধিনায়কের সঙ্গে আজও ওপেনিং করেন রিজওয়ান।
তবে ব্যাট করতে এসে উইকেটে ধাতস্থ হতে একটু বেশিই সময় নেন পাকিস্তানি উইকেটরক্ষক। ১২ বলে ২ রান করেই জেজে স্মিটের বলে এলবিডব্লিউ হয়েছিলেন। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান রিজওয়ান।
‘জীবন’ পাওয়ার পরের বলেই ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মেরে স্মিটকে নিজের অস্তিত্ব জানান দেন। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে একের পর এক বাউন্ডারিতে নামিবিয়ান বোলারদের করতে থাকেন কচুকাটা।
আর শেষ ওভারে চারটি চার ও এক ছক্কায় স্মিটকে ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ দিয়ে দলের স্কোর নিয়ে যান ১৮৯/২। ৫০ বলে তিনি অপরাজিত থাকেন ৭৯ রানে। ৮টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন ৪টি।
কোনো ক্যাচ না ধরলেও একটি রানআউটে অবদান রেখেছেন রিজওয়ান। হারিস রউফের সঙ্গে মিলে স্টেফান বার্ডকে রান আউট করে নামিবিয়ার ৪৬ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙে দেন পাকিস্তানি উইকেটরক্ষক।
শুরুতে ধীরগতির ব্যাটিংয়ের কারণে সেঞ্চুরির ‘আক্ষেপ’ রিজওয়ানের হয়তো থাকতেই পারে। সেঞ্চুরি হয়নি তো কী হয়েছে! বাবরের সঙ্গে জুটি বেঁধে যেভাবে আজকেও রেকর্ড বই তছনছ করেছেন, তাও বা কম কিসের!
সূত্র: জাগো নিউজ