শিরোনাম
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চরম ব্যাটিং বিপর্যয় হয়েছে বাংলাদেশের। শুরুর পাওয়া প্লের প্রথম ছয় ওভারেই ড্রেসিংরুমে ফিরেছেন দলের ছয় ব্যাটার।
ধীরে শুরু করা দুই ওপেনার নাইম শেখ ও লিটন দাস আগাচ্ছিলো ঠিকঠাকই। দলীয় ২২ রানে কাগিসো রাবাদার বলে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ধরা পড়ে নাইম (৯)। উইকেটে এসেই গোল্ডেন ডাক মেরে বিদায় নেন সৌম্য সরকার। অভিজ্ঞ মুশফিকও রানের খাতা খোলার আগেই রাবাদার বলে পরাস্ত। ছয় ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৮ রান।
উইকেটে এসে থিতু হতে পারিনি কোন ব্যাটসম্যানই। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ফেরেন ৩ রানে। দলের হয়ে তৃতীয় শূন্য করেন আফিফ হোসেন। এরপর বলার মতো স্কোর ২৭ রান করেন শেখ মেহেদী। সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮৪।
বল হাতে প্রোটিয়াদের নজর কাড়ে কাগিসো রাবাদা ও আনরিক নর্কিয়া। দুজনই পান তিনটি করে উইকেট।
মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে প্রোটিয়ারা। পেসার তাসকিন আহমেদের কল্যাণে ৬ রানেই প্রথম সাফল্য পায় টাইগাররা। দলীয় ২৮ রানে শেখ মেহেদীর বলে বোল্ড হয়ে ফিরে কুইন্টন ডি কক (১৬)। দলের আর ৫ রান যোগ করে শূন্য রানে তাসকিনের বলে আউট হন এইডেন মার্করাম। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নাসুমের বলে দুর্দান্ত ক্যাচে ২২ রান করে ড্রেসিংরুমে ফেরে রাসি ফন ডার ডুসেন। ম্যাচের শেষ টানে অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি অপরাজিত থাকেন ৩১ রানে।
৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের একাদশ
মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, নাসুম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
রেজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, আনরিক নর্কিয়া, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও তাবারিজ শামসি।