ভারতের বিপক্ষে পাওয়া জয়কেই পাকিস্তানের ‘টনিক’ মানছেন মালিক

ফানাম নিউজ
  ০২ নভেম্বর ২০২১, ১০:০৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান দল। আর দলটির এমন দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশাল জয়কেই ‘টনিক’ হিসেবে মানছেন শোয়েব মালিক।

আজ নামিবিয়ার বিপক্ষে ‘সেমিফাইনাল নিশ্চিতকরণ’ ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে মালিক বলেছেন, ‘সত্যি বলতে, আপনি যখন কোনো বড় দলের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন, তখন ড্রেসিংরুমের আবহাওয়া বদলে যাবে। আর প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয়ই আমাদের মোমেন্টাম দিয়েছে।’

১৫ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১৯ ম্যাচ খেলেছেন মালিক। তবে এবারের বিশ্বকাপে দল যেভাবে চাপ সামলে খেলছে তাতে রীতিমতো মুগ্ধ ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ পাকিস্তানি অলরাউন্ডার। ড্রেসিংরুমে সবার মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ এই ডানহাতি ব্যাটার বলেছেন, ‘ক্রিকেট হচ্ছে দলীয় খেলা। আর দল হিসেবে যখন আপনি খেলবেন, তখন সতীর্থদের এবং টিম ম্যানেজমেন্টের সহায়তার দরকার হয়। এবারের সতীর্থরা খুব উপকারী।’

আজ মঙ্গলবার রাত ৮টায় নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। প্রতিপক্ষ হিসেবে নামিবিয়া তুলনামূলক দুর্বল হলেও, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নামার আগে মালিক বললেন, ‘সত্যি বলতে, টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, যেখানে কাউকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা শুধু সামনে এগোনোর কথা ভাবছি।’