শামীমের অভিষেক নিয়ে যা বললেন ডমিঙ্গো

ফানাম নিউজ
  ০১ নভেম্বর ২০২১, ১৮:২২

যুব বিশ্বকাপের পর এবার বড়দের বিশ্বকাপ মঞ্চ রাঙানোর সুযোগ পাচ্ছেন শামীম হোসেন। অবশ্য সুযোগটা আসতে পারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেই। চোটের কারণে বাদ পড়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান।

তবে তার জায়গায় একাদশে সৌম্য সরকার। সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো জানান, তলপেটের চোট থেকে এখনো সেরে উঠেননি এই উইকেটরক্ষক। পাশাপাশি ব্যাকআপ হিসেবে একাদশের বাইরে থাকা শামীমের জায়গা হচ্ছে বলেও জানান তিনি।

শামীমের জাতীয় দলে অভিষেক হয়েছিল আরও আগেই। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর বিশ্বকাপ দলেও জায়গা পান তরুণ এই ক্রিকেটার।

রাসেল ডমিঙ্গো বলেন “সোহান আগামীকালের খেলার জন্য ফিট না। ব্যাকআপ ব্যাটার হিসেবে শামীম-সৌম্য রয়েছে। অবশ্যই এই দুই ব্যাটার কালকের একাদশে থাকবে।”

এদিকে হ্যামস্ট্রিং চোটে পড়ে বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের। এর আগে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন সাইফউদ্দিনও। আরও ব্যাকআপ ক্রিকেটার রাখা প্রয়োজন ছিল কিনা প্রশ্নে হেড কোচ বলেন, “আমরা এখানে দু’জন করে অতিরিক্ত ব্যাটার, পেসার, উইকেটরক্ষক ও অফ স্পিনার নিয়ে এসেছি। আমি মনে করি শেষ দুই ম্যাচ খেলার জন্য আমাদের যথেষ্ট ক্রিকেটার রয়েছে এবং শেষ দুই ম্যাচের জন্য বাড়তি প্লেয়ার আনার প্রয়োজন মনে করি না।”