এক ওভার হাতে রেখেই জিতে নিলো পাকিস্তান

ফানাম নিউজ
  ৩০ অক্টোবর ২০২১, ১০:১৫

নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে ২৭ রান তুলে দলকে ‍জয় উপহার দিয়ে মাঠ ছেড়েছিলেন আসিফ আলি। এবার আফগানিস্তানের বিপক্ষে মাত্র সাত বলে তুললেন ২৫ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে আফগানদের পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

শুক্রবার (২৯) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। ১০ বলে ৮ রান তুলেন। ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন বাবর আজম। ২৫ বলে ২০ রানের তুলেন ফখর জামান। মোহাম্মদ হাফিজ ১০ বলে ১০ রান তুলেন। ১৫ বলে ১৯ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে।

শোয়েব ফেরার পর ১৩ বলে ২৪ রানের প্রয়োজন ছিল পাকিস্তানের। শাদাব খান এক বল খেললে ওভার শেষ হয়। স্ট্রাইকে যান আসিফ প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা মারেন এই লোয়ার মিডল অর্ডার ব্যাটার। ছয় বল বাকি থাকতেই জয় পায় পাকিস্তান। আসিফের সঙ্গে ক্রিজে ছিলেন এক বলে রানের খাতা না খুলতে পারা শাদাব খান।

আফগানদের হয়ে দুটি উইকেট আদায় করেন রশিদ খান। একটি করে উইকেট তুলেছেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও নাভিদ উল হক।

এর আগে ৩২ বলে মোহাম্মদ নবীর ৩৫ ও ২৫ বলে গুলবাদিন নাইবের ৩৫ রানের সুবাদে ছয় উইকেটে ১৪৭ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

পাকিস্তানের জার্সিতে ইমাদ ওয়াসিম দুটি উইকেট শিকার করেন। শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলী একটি করে উইকেট শিকার করেন।