ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে আছেন যারা

ফানাম নিউজ
  ২৯ অক্টোবর ২০২১, ১৬:২৪

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।  একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।  অনুমিতভাবেই চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন নুরুল হাসান সোহান।  স্পিনার নাসুমকেও একাদশের বাইরে রাখা হয়েছে।

সোহান না থাকায় আজ উইকেটের পেছনে দাঁড়াবেন লিটন দাস।  আগের ম্যাচগুলোতে ভালো করতে না পারায় তাকে একাদশে রাখা  নিয়ে বিতর্ক চলছিল।  শেষ পর্যন্ত তার ওপরই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।
 
একাদশে জায়গা করে দেওয়া হয়েছে সৌম্য সরকারকে।  ব্যাটিং এই অলরাউন্ডারকে দিয়ে ম্যাচ ওপেন করানোর সম্ভাবনা রয়েছে।  আবার নাঈমের সঙ্গে লিটন দাসকে পাঠানো হতে পারে ইনিংস সূচনা করতে।  সেক্ষেত্রে সৌম্যকে ৭ নম্বরে খেলানো হতে পারে।

স্পিনার নাসুমের পরিবর্তে দলে নেওয়া হয়েছে পেসার তাসকিনকে।  পিচের কথা মাথায় নিয়ে পেস শক্তি বাড়ানোর চিন্তা থেকে এই সিদ্ধান্ত।  তাসকিনের পাশাপাশি সৌম্যের মিডিয়াম পেসও কাজে লাগানো হবে আজ।   

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচে টসভাগ্য মাহমুদউল্লাহর পক্ষে গেছে।  টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।  

সুপার টুয়েলভপর্বে কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।  দুই দলই প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট ছিটকে পড়ার আশঙ্কায় রয়েছে।  আজ যে দল হারবে, তাদের লাগেজ গুছিয়ে দেশের পথ ধরার প্রস্তুতি নিতে হবে।  তাই দুদলের জন্যই আজকের ম্যাচটি ডু অর ডাই।

আজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।  বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদউল্লাহদের লড়াই জমজমাট হওয়ার আশা করাটা বাড়াবাড়ি হবে না।  কারণ মুখোমুখি দেখায় ক্যারিবীয়ানদের চেয়ে খুব একটা পিছিয়ে নেই টাইগাররা। ১২ ম্যাচ টি টোয়েন্টিতে উইন্ডিজের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় ৫টিতে।

বাংলাদেশ স্কোয়াড: নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।